সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সৃজিত মুখোপাধ্যায়ের ‘ম্যাগনাম অপাস’ প্রজেক্ট। একে, টলিউডের ডাকসাইটে কাস্টিং। উপরন্তু শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবনকাহিনি তিন সময়কালের প্রেক্ষাপটে পরিবেশন, নিঃসন্দেহে কঠিন চ্যালেঞ্জ। তবে পরিচালক তাঁর স্বপ্নের সিনেমা তৈরির ক্ষেত্রে কোনওরকম খামতি রাখছেন না। মহাপ্রভুর নীলাচলের সময়কাল ফুটিয়ে তুলতে গোটা টিম নিয়ে ‘ক্যাপ্টেন অফ দ্য শিপ’ পৌঁছে গিয়েছেন পুরীতে। রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, যিশু সেনগুপ্ত, ইশা সাহা, ইন্দ্রনীল সেনগুপ্ত, সুস্মিতা চট্টোপাধ্যায়রা। সোমবার শুটের অবসরে সময় বের করে মন্দিরে জগন্নাথ দর্শনও সেরে এলেন সকলে।
সোমবার আষাঢ়ের অন্তিম সোমবার জগন্নাথভূমে স্বাভাবিকভাবেই ভিড় জমেছিল। তবে জনঅরণ্যে মিশে গিয়েই তারকারা প্রভুর দর্শন সারলেন। ডায়েট ভুলে কলাপাতায় পাত পেড়ে মহাভোগও খেলেন। জানা যায়, এদিন ওড়িশার চিলকা হ্রদে শুট হওয়ার কথা ছিল। তবে শিডিউল পরিবর্তন হওয়ায় মন্দিরে হাজির হয়েছেন একে একে সকলেই। শিবভক্ত হওয়ায় সুস্মিতা মন্দিরে প্রবেশ করেই সকলকে নিয়ে চলে গেলেন শিবমন্দিরে। সেখানে জল ঢেলে আরাধনা সারলেন সকলে। প্রভু জগন্নাথ দেবের অপার মহিমার কথা শুনে দর্শন সারলেন ইশা, ইন্দ্রনীলরাও। আষাঢ়ের আকাশে কালমেঘের চোখরাঙানি আর স্যাঁতস্যাঁতে মাটি, প্রভুর দর্শন পেতে সবকিছু উপেক্ষা করে মন্দিরে হাজির সকলে। আশীর্বাদী হিসেবে জগন্নাথদেবের মন্দিরের ধ্বজা গলায় পরে নিলেন শুভশ্রী, ইশা, ইন্দ্রনীল, ইন্দ্রদীপ, সুস্মিতারা। রকমারি মিষ্টান্নে উদরপূর্তি করে কলকাতায় ভোগ নিয়ে ফেরার পরিকল্পনাও হল তাঁদের।
View this publish on Instagram
বছর খানেক ধরেই দর্শক-অনুরাগীদের ‘পাখির চোখ’ ‘লহ গৌরাঙ্গের নাম রে’ সিনেমার শুটিংয়ের দিকে। তার অন্যতম কারণ ছবির ডাকসাইটে তারকাখচিত কাস্টিং। নিমাইয়ের ভূমিকায় দিব্যজ্যোতি দত্ত, নিত্যানন্দের চরিত্রে যিশু সেনগুপ্ত আর বিনোদিনীর চরিত্রে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে নিয়ে যে দর্শকদের মধ্যে বিশেষ কৌতূহল রয়েছে, তা বোধহয় আর আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। এই সিনেমার চিত্রনাট্য সাজানো তিন সময়কাল নিয়ে। প্রথমটি, শ্রীচৈতন্যদেবের সময়কাল, দ্বিতীয়টিতে থাকছে বাংলা নাট্যসম্রাজ্ঞী নটী বিনোদিনীর চৈতন্যযাপনের কাহিনি। আর তৃতীয়টি বর্তমান সময়কালের প্রেক্ষাপটে। প্রথম পর্বে চৈতন্য লুকে দেখা যাবে টেলিপর্দার মুখ দিব্যজ্যোতি দত্তকে। নটী বিনোদিনীর ভূমিকায় শুভশ্রী গঙ্গোপাধ্যায় নাট্যমঞ্চে মহাপ্রভুর অবতারে ধরা দেবেন। আর বর্তমানকালের প্রেক্ষাপটে এক সুপারস্টারের চরিত্রে ইন্দ্রনীল অভিনয় করবেন চৈতন্যদেবের ভূমিকায়। এককথায়, তিন সময়কালের প্রেক্ষাপটে সৃজিতের ফ্রেমে চৈতন্য লুকে ধরা দেবেন তিন অভিনেতা- দিব্যজ্যোতি, শুভশ্রী এবং ইন্দ্রনীল। অন্যদিকে ইন্দ্রনীল সেনগুপ্তের স্ত্রীয়ের চরিত্রে এর আগে পার্ণো মিত্রর অভিনয় করার কথা ছিল। তবে, সেই চরিত্রে অভিনয় করবেন সুস্মিতা চট্টোপাধ্যায়। ইশা থাকছেন পরিচালকের ভূমিকায়। সেই ‘গ্ল্যামারাস’ টিম নিয়েই আপাতত নীলাচলে মহাপ্রভুর লীলা ক্যামেরাবন্দি করতে ব্যস্ত সৃজিত মুখোপাধ্যায়।