সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বই হামলার অন্যতম চক্রী তাহাউর রানার পরিবারের সঙ্গে কথা বলার আর্জি নিয়ে রায়দান স্থগিত রাখল দিল্লির বিশেষ এনআইএ আদালত। পরিবারের সঙ্গে কথা বলতে চেয়ে আদালতে আবেদন করেছিল রানা। কিন্তু এনআইএ সেই আর্জির বিরোধিতা করে। এ নিয়ে চূড়ান্ত শুনানির পর রায়দান স্থগিত রাখল আদালত। বৃহস্পতিবার রায়দানের সম্ভাবনা।
তাহাউর রানার আইনজীবীর দাবি, ওই জঙ্গি যেহেতু বিদেশি নাগরিক এবং অসুস্থ, তাই তার পরিবার তাকে নিয়ে উদ্বিগ্ন। তারা খোঁজখবর নিতে চায়। সেকারণেই পরিবারের সঙ্গে ফোনে কথা বলতে চায় ওই জঙ্গি। পালটা এনআইএর দাবি, রানার মতো জঙ্গিকে ফোনে কথা বলতে দেওয়া বিপজ্জনক। সে গোপন তথ্য ফাঁস করে দিতে পারে। চূড়ান্ত ‘শুনানির পর আপাতত রায়দান স্থগিত রাখে আদালত।
উল্লেখ্য, ২০০৮-এর ২৬ নভেম্বর মুম্বইয়ে যে পাকিস্তানের জঙ্গিরা হামলা চালিয়েছিল তাদের অন্যতম মদতদাতা ছিল এই রানা। হামলার অন্যতম ষড়যন্ত্রী ছিল মার্কিন নাগরিক ডেভিল কোলম্যান হেডলি। রানা তার ঘনিষ্ঠ। প্রায় দেড় দশক ধরে এই অপরাধীকে হাতে পেতে চেষ্টা চালিয়ে গিয়েছে ভারত। ২০১৩ সালে তাকে ১৪ বছর সশ্রম কারাদণ্ডের সাজা দেয় আমেরিকার আদালত। ২০২০ সালে স্বাস্থ্যের কথা মাথায় রেখে তাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন। কিন্তু ভারতের প্রত্যর্পণের আবেদনে খুনের মামলায় ফের তাকে গ্রেপ্তার করা হয়। এরপর ওই জঙ্গিকে দিল্লির হেফাজতে দিতে মার্কিন প্রশাসন আদালতে আবেদন করে।
২০২৩ সালের ১৬ মে রানাকে প্রত্যর্পণের নির্দেশ দেয় ক্যালিফোর্নিয়ার জেলা আদালত। তারপর আরও বেশ কিছু জায়গাতেও আবেদন জানায় রানা। শেষ পর্যন্ত মার্কিন সুপ্রিম কোর্টেও রানা আবেদন করে। কিন্তু কোথাওই স্বস্তি মেলেনি তার। গত বছরের আগস্ট মাসে ওয়াশিংটনের ফেডারেল আদালত জানিয়ে দেয় রানা ভারতের কাছে প্রত্যর্পণযোগ্য। পালটা আবেদন করেছিল সে। কিন্তু কিছুই ধোপে টেকেনি। সমস্ত চেষ্টা ব্যর্থ হওয়ার পরেই প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আপাতত দিল্লিতে এনআইএ হেফাজতে রয়েছে রানা।