গোপনে চালাচ্ছে নজরদারি! এই অ্যাপগুলি ফোনে থাকলে এক্ষুনি ডিলিট করুন

গোপনে চালাচ্ছে নজরদারি! এই অ্যাপগুলি ফোনে থাকলে এক্ষুনি ডিলিট করুন

খেলাধুলা/SPORTS
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফোনে তো কতই অ্যাপ থাকে! নিত্যনতুন অ্যাপ ইনস্টলের বাতিকও থাকে অনেকের। অ্যাপলের অ্যাপ স্টোরে রয়েছে ২০ লক্ষ অ্যাপ। গুগল প্লে স্টোরের ক্ষেত্রে সংখ্যাাটা ৩০ লক্ষ। কিন্তু এই সব অফিসিয়াল স্টোর থেকে ডাউনলোড করার অর্থই যে আপনি ‘সেফ’ তা কিন্তু নয়। চোখকান খোলা না রাখলে কিন্তু তা বিপদকে আমন্ত্রণ জানানোরই শামিল। জানা যাচ্ছে গবেষকরা অনেকগুলি অ্যাপই খুঁজে পেয়েছেন যারা জনপ্রিয় ডিজিটাল ওয়ালেটগুলির নাম ও আইকন নকল করে প্রস্তুত রয়েছে আপনাকে বোকা বানাতে। জেনে নিয়ে সতর্ক হোন।

এক ওয়েবসাইট জানাচ্ছে, ২০টির বেশি অ্যাপের খোঁজ ইতিমধ্যেই মিলেছে। তবে যেহেতু এখনও খোঁজ চলছে তাই সংখ্যাটা বাড়তেই পারে। এর মধ্যে রয়েছে ৯টি ওয়ালেট! আসুন দেখে নেওয়া যাক কোন কোন অ্যাপ রয়েছে তালিকায়-



প্যানকেক সোয়্যাপ
সুয়েত ওয়ালেট
হাইপারলিকুইড
রেইডিয়াম
বুলএক্স ক্রিপ্টো
ওপেনওসিয়ান এক্সচেঞ্জ
মিটিওরা এক্সচেঞ্জ
সুশিসোয়্যাপ
হার্ভেস্ট ফিনান্স ব্লগ

প্রসঙ্গত, এই ধরনের ডিজিটাল ওয়ালেটগুলি আদৌ নিরাপদ নয়। কোনওভাবে টাকাপয়সা খোয়ালে ফেরত পাবার কোনওরকম সম্ভাবনাই নেই। তাই সবদিক খতিয়ে না দেখে এই ধরনের অ্যাপ ডাউনলোড না করাই ভালো। আর যদি ইতিমধ্যেই এই ধরনের অ্যাপ ইনস্টল করে থাকেন, সাবধান! এক্ষুনি সেগুলি ডিলিট করে দিন। অন্যথায় বিপদে পড়তে পারেন যে কোনও সময়ই। এদিকে গবেষকরা অন্য অ্যাপগুলিও খতিয়ে দেখছেন। হয়তো এই তালিকা অদূর ভবিষ্যতে আরও লম্বা হতে পারে।

অনেকেরই মনে থাকবে অপারেশন সিঁদুরের পর ‘ডান্স অফ দ্য হিলারি’ নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল সোশাল মিডিয়ায়। ‘ডান্স অফ দ্য হিলারি’ নামে একটি লিঙ্ক হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে পাঠানো হচ্ছিল বলে খবর। ওই লিঙ্ক নাকি পাঠাচ্ছিল পাকিস্তান। সাইবার হানার উদ্দেশ্যে এই ভাইরাস ভারতীয়দের মোবাইলে ছড়ানো হচ্ছে বলে মনে করা হচ্ছিল। এই খবর সামনে আসার পর থেকে সাইবার হানার আতঙ্ক ছড়ায়। অবশ্য সাইবার বিশেষজ্ঞরা এই ধরনের লিঙ্কের কোনও অস্তিত্ব এখনও পাননি। এমনকী এই নিয়ে অহেতুক আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে মনে করছেন তাঁরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *