‘গোটা বিশ্বকে নাড়িয়ে দেবে’, কেন মোদিকে ভারতীয় সিনেজগতের ‘গেমচেঞ্জার’ আখ্যা দিলেন অক্ষয়?

‘গোটা বিশ্বকে নাড়িয়ে দেবে’, কেন মোদিকে ভারতীয় সিনেজগতের ‘গেমচেঞ্জার’ আখ্যা দিলেন অক্ষয়?

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে পঁচিশ সালেই ভারতে আয়োজিত হতে চলেছে বিশ্বমানের সিনেসম্মেলন ‘ওয়েভস’। আর বিশ্বের বিনোদুনিয়ার মানচিত্রে ভারতকে উচ্চস্তরে পৌঁছে দিতে প্রধানমন্ত্রীর এহেন যুগান্তকারী উদ্যোগকেই কুর্নিশ জানালেন অক্ষয় কুমার।

এক ভিডিও বার্তায় আসন্ন ‘ওয়ার্ল্ড অডিও-ভিডিও সামিট ওয়েভস ২০২৫’ সম্পর্কে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বলিউড খিলাড়ি। সেখানেই মোদিকে ভারতীয় বিনোদুনিয়ার ‘গেমচেঞ্জার’ আখ্যা দিয়ে অক্ষয়ের মন্তব্য, এই সম্মেলন আন্তর্জাতিক সিনেজগতের এক অন্যতম মাইলফলক হতে চলেছে। বিশ্বব্যাপী চলচ্চিত্রের আঙিনায় ভারতীয় সিনেমার গল্প কতটা গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করতে পারে? সেকথাই শোনা গেল অভিনেতার মুখে। মোদিস্তুতি করে অক্ষয় কুমারের মন্তব্য, “আমরা সকলেই ভারতীয় সিনেমার গল্প বলার দক্ষতার সঙ্গে পরিচিত। এবার আমাদের সেই দক্ষতা দিয়ে গোটা বিশ্বকে নাড়িয়ে দেওয়ার সময় এসেছে। এবার গোটা বিশ্ব দেখবে ভারতীয় সিনেজগতের কেরামতি। ভারত বিশ্বের এমন এক দেশ, যেখানে কমপক্ষে ৩৫টি ভাষায় সিনেমা তৈরি হয়। গোটা বিশ্বকে প্রভাবিত করার ক্ষমতা রাখে আমাদের দেশের অডিও-ভিজ্যুয়াল মাধ্যম। সেই প্রেক্ষিতেই ওয়েভস সম্মেলন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে চলেছে। বিশ্বের সবথেকে শক্তিশালী সিনেসমাবেশ যা আন্তর্জাতিক বিনোদনের ভবিষ্যৎ বদলে দেবে। আর তার শুরুয়াত হবে, ঠিক আমাদের দেশেই। তাই নজর রাখুন। জয় হিন্দি।”

ভারতীয় বিনোদুনিয়ার উন্নতি সাধনে নতুন উদ্যোগ মোদি সরকারের। দেশের সিনেশিল্পকে আরও চাঙ্গা করতে গত ফেব্রুয়ারি মাসেই ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল এন্টারটেইনমেন্ট সামিট (WAVES) আয়োজনের জন্য গ্ল্যামার ইন্ডাস্ট্রির একাধিক ব্যক্তিত্বের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সেখানেই অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অক্ষয় কুমার, রজনীকান্ত, অনুপম খেরদের কাছ থেকে টিপস নেন কীভাবে বলিউড কিংবা দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রিকে আন্তর্জাতিক আঙিনায় আরও উচ্চস্তরে পৌঁছে দেওয়া যায়। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার সময়ে বিনোদুনিয়ার তারকারা নিজস্ব মতামত পেশ করেন। ভিডিও কলের সেই বৈঠকেই দেশের সিনেশিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কী কী করণীয়, প্রত্যেকেই সেই বিষয়ে মতামত পেশ করেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ‘মন কি বাত’ অনুষ্ঠানে ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল এন্টারটেইনমেন্ট সামিট (ওয়েভস)-এর কথা উল্লেখ করেন। সেই সময়েই তিনি জোর দিয়ে বলেন যে, সিনেমা এবং বিনোদন শিল্প কেবল দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে না, তার পাশাপাশি অর্থনীতিকেও চাঙ্গা করছে। সেই প্রেক্ষিতেই তারকাদের সঙ্গে আলোচনায় বসেন প্রধানমন্ত্রী। যেখানে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, চিরঞ্জিবী, মোহনলাল, রজনীকান্ত, আমির খান, এ আর রহমান, অক্ষয় কুমার, রণবীর কাপুর, দিলজিৎ দোসাঞ্ঝ, হেমা মালিনী থেকে শুরু করে দীপিকা পাড়ুকোন, আনন্দ মাহিন্দ্রা, মুকেশ আম্বানিদের মতো ব্যক্তিত্বরাও।

ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিটের বিষয়ে ইতিমধ্যেই বিভিন্ন ময়দানের খ্যাতনামা ব্যক্তিত্বদের সঙ্গে আলোচনা হয়েছে মোদির। চলতি বছরেই অনুষ্ঠিত হবে এই ইভেন্ট। ভারত সরকারের তরফে বিশ্বমানের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। যাতে দেশের সিনেশিল্পে আন্তর্জাতিক ময়দান থেকেও বিনিয়োগ আসে। এতে যে ভারতের অর্থনীতিও চাঙ্গা হবে, তা বলাই বাহুল্য। এই WAVES সামিটের পরামর্শদাতা হিসেবে ভারত তো বটেই এমনকী বিশ্বের বিভিন্ন প্রান্তের খ্যাতনামারাও রয়েছেন। বিশ্বমানের সেই সম্মেলনের জন্যই এবার মোদিকে বাহবা দিলেন অক্ষয় কুমার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *