গুজরাট টাইটান্সের কোচের সঙ্গে অনুশীলন, বেঙ্গালুরু ছাড়ছেন বিরাট?

গুজরাট টাইটান্সের কোচের সঙ্গে অনুশীলন, বেঙ্গালুরু ছাড়ছেন বিরাট?

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ড সফরের আগে লাল বলের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন বিরাট কোহলি। সেই কারণে আইপিএলের পর ক্রিকেট মাঠে দেখা যায়নি তাঁকে। অবশেষে প্রস্তুতিতে নেমে পড়লেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন গুজরাট টাইটান্সের সহকারী কোচ। সেই ছবি সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। প্রশ্ন উঠছে, তবে কি তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ছেড়ে যোগ দিতে চলেছেন শুভমান গিলদের দলে?

নেটে ব্যাট হাতে প্র্যাকটিস করার ছবি ইনস্টাগ্রামের স্টোরিতে পোস্ট করেন কোহলি নিজেই। তিনি ক্যাপশনে লেখেন, ‘শট নিয়ে আমাকে সাহায্য করেছ। অনেক ধন্যবাদ ভাই। সব সময় দেখতে ভালোলাগে তোমাকে।’ বিরাটের সঙ্গে ছিল গুজরাটের সহকারী কোচ নঈম আমিন। ছবিটি যেখানে তোলা হয়, সেটা লন্ডনের একটি ইন্ডোর ক্রিকেট ট্রেনিং সেন্টার। ছবিতে দেখা যাচ্ছে আমিনের হাতে রয়েছে বিরাটের MRF ব্যাট। নীল রঙের ট্রাউজার পরে ছিলেন কোহলি।

সোশাল মিডিয়ায় সচরাচর অ্যাকটিভ থাকেন না বিরাট। সেই কারণেই তাঁর এমন পোস্ট ঘিরে নেটিজেনদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। অনেকেই তাঁর সঙ্গে গুজরাটের সহকারী কোচকে দেখে প্রশ্ন করে বসেছেন, ‘আরসিবি ছেড়ে কি পরের মরশুমে গুজরাট টাইটান্সে দেখা যাবে কোহলিকে?’

উল্লেখ্য, নঈম আমিনের প্রোফাইল কিন্তু বেশ শক্তিশালী। সহকারী কোচ হিসেবে বেশ সফল। তাছাড়াও তিনি উইলো অ্যাকাডেমিরও প্রধান তিনি। ২০২২ সালে গুজরাটের সহকারী কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি ২০১৮ সালে সানরাইজার্স হায়দরাবাদেরও সহকারী কোচ ছিলেন। যাই হোক, বেঙ্গালুরু ছেড়ে বিরাটের গুজরাট যাওয়া নিয়ে আপাতত কোনও তথ্য নেই। ১৯ অক্টোবর থেকে শুরু অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজ। সেই সিরিজেই খেলার কথা রয়েছে তাঁর। হয়তো এ কথা মাথায় রেখেই অনুশীলনে নেমে পড়লেন ‘কিং’। 

Kohli's post with Amin. (Photo credit: Virat Kohli - Instagram)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *