গুজরাটে সক্রিয় সিরিয়ার গ্যাং! গাজা হিংসার নামে মসজিদ থেকে অর্থসংগ্রহ! পুলিশের জালে ১

গুজরাটে সক্রিয় সিরিয়ার গ্যাং! গাজা হিংসার নামে মসজিদ থেকে অর্থসংগ্রহ! পুলিশের জালে ১

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজরাটে সক্রিয় সিরিয়ার গ্যাং! গাজায় ইজরায়েলি আগ্রাসনের নামে দিনের পর দিন রাজ্যের বিভিন্ন মসজিদ থেকে চলছিল অর্থসংগ্রহ। ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম আলি মেগাত আল-আজহার। তিনি সিরিয়ার বাসিন্দা। টুরিস্ট ভিসা নিয়ে দীর্ঘদিন ধরে তিনি ভারতে বসবাস করছিলেন বলে পুলিশ সূত্রে খবর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজহার এবং তাঁর তিন সহযোগী বিগত কয়েকমাস ধরে গুজরাটের বিভিন্ন মসজিদ থেকে অর্থসংগ্রহ করছিলেন। তাঁরা দাবি করতেন, ওই অর্থ একটি তহবিলে দান করে হচ্ছে, যা যুদ্ধবিধ্বস্ত গাজার কল্যাণের কাজে ব্যবহৃত হবে। সম্প্রতি গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে যে রাজ্যে গাজা হিংসার নাম করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে একটি সিরিয়ার গ্যাং। এরপরই অভিযানের নামে তদন্তকারীরা। গ্রেপ্তার করা হয় আজহারকে। পুলিশের দাবি, জেরায় আজহার স্বীকার করে নিয়েছেন যে ওই বিপুল পরিমাণ অর্থ তাঁরা নিজেরা আত্মসাৎ করতেন। তবে তাঁর আরও তিন সহযোগীর কোনও হদিশ পাওয়া যাচ্ছে না। তাঁদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

পুলিশের এক আধিকারিক বলেন, “আজহার-সহ চার যুবকই টুরিস্ট ভিসায় ভারতে এসেছিলেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, গাজা হিংসার নামে মসজিদগুলি থেকে অর্থসংগ্রহ করে তাঁরা নিজেরা আত্মসাৎ করতেন। তবে এর নেপথ্যে আরও কোনও উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ধরনের ঘটনা যথেষ্ট উদ্বেগজনক। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত করতে পারে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *