গায়ে হলুদের অনুষ্ঠানে ‘অতিথি’ হনুমান! ভিডিও দেখে হাসির রোল নেটদুনিয়ায়

গায়ে হলুদের অনুষ্ঠানে ‘অতিথি’ হনুমান! ভিডিও দেখে হাসির রোল নেটদুনিয়ায়

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধুমধাম করে গায়ে হলুদের অনুষ্ঠান চলছে। থিম অনুযায়ী চারপাশ হলুদ ফুল দিয়ে সাজানো। চলছে নাচ-গান, দেদার হুল্লোড়। খাওয়া-দাওয়ারও এলাহি আয়োজন। কারও হাতে পানীয়, কারও হাতে খাবারের থালা। আসছেন আমন্ত্রিতরা। কিন্তু এরকম ‘অনাকাঙ্খিত অতিথি’ কেউই আশা করেননি। কারণ গায়ে হলুদের অনুষ্ঠানে যে হাজির একটি হনুমান। তারপর যা হল তা দেখে হাসির রোল নেট দুনিয়ায়। 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, সকলেই মেতে গায়ে হলুদের অনুষ্ঠানে। বাজছে গান। বর-কনেকে হলুদ মাখাতে ব্যস্ত সকলে। ঠিক তখনই দুম করে আসরে উপস্থিত হনুমান বাবাজি। খানিক চমকে গেলেও তার কীর্তি দেখে হেসে লুটোপুটি খান উপস্থিত সকলে। কারণ, তিনি লাফিয়ে এলেন, টুক করে প্লেট থেকে একটু খাবার খেলেন, আর দু’টুকরো খাবার তুললেন আবার লাফিয়ে চলে গেলেন। আর পিছনে ছুটে এসেছে সেই হনুমানের সঙ্গীরাও। 

তখন গায়ের হলুদের অনুষ্ঠান ছেড়ে সকলেই তাকিয়ে সেই হনুমানের দিকে। এই ভিডিও ইতিমধ্যেই দেখে ফেলেছেন ১ মিলিয়ন মানুষ। সকলেই ভিডিও নিচে হাসির ইমোজি দিয়েছেন। অনেকে বেশ মজার মজার কমেন্টও করেছেন। কেউ লিখেছেন, হনুমানটি নিজেও খেয়েছে, বাড়ির জন্যও নিয়ে গিয়েছে। কেউ আবার লিখেছেন, কোনও সুযোগই ছাড়া উচিত নয়। এখনও ঝড়ের বেগে শেয়ার হচ্ছে এই মজার ভিডিও।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *