সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছ’বছর আগে ছেলের মৃত্যু হয়েছিল বাইকে আরোহী দুষ্কৃতীদের গুলিতে। এবার বাবারও মৃত্যু হল একই ভাবে। পাটনার ব্যবসায়ী গোপাল খেমকার মর্মান্তিক মৃত্যু হল আততায়ীদের গুলিতে। বাড়ির কাছে একটি গাড়ি থেকে নামতেই তাঁকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে দুষ্কৃতীরা। সেখানেই লুটিয়ে পড়েন তিনি।
এদিকে গোপালের ভাই শংকরের অভিযোগ, খবর পেয়েও সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসেনি পুলিশ। প্রায় তিন ঘণ্টা পরে তদন্তকারীরা সেখানে পৌঁছন। শংকরের দাবি, রাত ১১টা ৪০ মিনিট নাগাদ গাড়ি থেকে নামেন গোপাল। সঙ্গে সঙ্গে তাঁকে গুলিতে ঝাঁজরা করে দিয়ে যায় দুষ্কৃতীরা। কিন্তু পুলিশ সেখানে আসে রাত আড়াইটেয়।
বছরের শেষেই বিহারে নির্বাচন। স্বাভাবিক ভাবেই এই হত্যাকাণ্ড ঘিরে নীতীশ সরকারকে আক্রমণ শানাচ্ছে বিরোধীরা। কংগ্রেস সাংসদ পাপ্পু যাদব ঘটনাস্থলে গিয়ে নিহতের পরিবারকে সান্ত্বনা দিয়েছেন। এদিকে আর আরজেডি নেতা ঋষি মিশ্রও বিহারের এনডিএ সরকারকে তোপ দেগে দাবি করেছেন, ”আমরা পরিষ্কার বুঝতে পারছি নীতীশ সরকার তার গ্রহণযোগ্যতা হারিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী কার্যতই অচেতন অবস্থায় রয়েছেন। পুলিশ কোনও কাজ করছে না। কেবল নিজেদের বাড়তি উপার্জনের তাগিদে মদ ব্যবসায়ীদের ধরছে। মানুষ এই সরকারের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে।”