সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গলায় হাঁটু দিয়ে চেপে ধরে ভারতীয় যুবককে খুনের চেষ্টার অভিযোগ ওঠে এক অস্ট্রেলিয়ান পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। ঘটনার একটি ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় সমাজমাধ্যমে। মস্তিষ্কে গুরুতর আঘাত নিয়ে এতদিন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। কিন্তু তাঁকে আর বাঁচানো সম্ভব হল না। জানা গিয়েছে, শুক্রবার অ্যাডিলেডের ওই বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। প্রসঙ্গত, জর্জ ফ্লয়েডের করুণ মৃত্যু আজও বিশ্বকে স্তম্ভিত করে রাখে। আমেরিকার মিনেপলিসে জর্জের গলায় হাঁটু দিয়ে চেপে ধরে হত্যা করেছিলেন এক পুলিশ আধিকারিক। ঠিক একইরকম ঘটনার পুনরাবৃত্তি এবার অস্ট্রেলিয়ায়।
অস্ট্রেলিয়ার একটি সংবাদমাধ্যমে প্রকাশিত ওই ভিডিওতে দেখা গিয়েছিল, অ্যাডিলেডে রাস্তার উপরে গৌরব কুন্ডি নামের ওই ব্যক্তি পুলিশের হাতে আক্রান্ত হচ্ছেন। তাঁর স্ত্রী অমৃতপাল কৌর ভিডিওয় তুলে রাখেন মুহূর্তটি। গৌরবকে বলতে শোনা গিয়েছিল, “আমি কোনও অন্যায় করিনি।” তাঁর স্ত্রীও বলেন, “হ্যাঁ, উনি কিছুই করেননি। এটা কী হচ্ছে! হে ঈশ্বর! ওরা অন্যায় করছে।” যদিও ভিডিওটি মাঝপথেই থামিয়ে দিতে হয় বলে জানিয়েছেন অমৃতপাল। আতঙ্কে ও অসহায়তায় তিনি আর রেকর্ডিং চালিয়ে যেতে পারেননি বলেই দাবি।
উল্লেখ্য, ২০২০ সালের মে মাসে জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গকে গ্রেপ্তার করার সময় শ্বেতাঙ্গ এক অফিসার তাঁর ঘাড়ে হাঁটু চেপে ধরেন। ওই ভাবে প্রায় ৯ মিনিট থাকার পর মৃত্যু হয় ফ্লয়েডের।মৃত্যুর আগে তাঁর অসহায় আর্তি, ”আমি শ্বাস নিতে পারছি না” শুনে শিউরে উঠেছিল সবাই। অস্ট্রেলিয়ার গৌরবের ঘটনা সেই নৃশংস হত্যাকাণ্ডের স্মৃতি ফেরাল।