‘গরুচোরকে প্রকাশ্য রাস্তায় গুলি করে মারব’, কর্নাটকের মন্ত্রীর মন্তব্যে বিতর্ক চরমে

‘গরুচোরকে প্রকাশ্য রাস্তায় গুলি করে মারব’, কর্নাটকের মন্ত্রীর মন্তব্যে বিতর্ক চরমে

স্বাস্থ্য/HEALTH
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্নাটকে একের পর এক গরুচুরির ঘটনায় এবার চরম হুঁশিয়ারি মন্ত্রী মানকাল এস বিদ্যার। হুঁশিয়ারি দিলেন গরুচুরির ঘটনায় লিপ্ত কাউকে দেখলেন প্রকাশ্য রাস্তায় গুলি করে মারা হবে। তাঁর এহেন মন্তব্য প্রকাশ্যে আসতেই বিতর্ক চরম আকার নিয়েছে।

সাম্প্রতিক সময়ে কর্নাটকে হন্নাভর এলাকায় এক গর্ভবতী গরুকে হত্যা করার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। টালমাটাল সেই পরিস্থিতির মাঝেই উত্তর কন্নড় জেলায় এক অনুষ্ঠানে মন্ত্রী বিদ্যা বলেন, “এলাকায় বছরের পর বছর ধরে গরুচুরির ঘটনা ঘটছে। আমি জেলার পুলিশ সুপারকে জানিয়েছি অবিলম্বে যেন এই ঘটনা বন্ধ হয়। এটা ঠিক নয়। আমরা গরুকে পুজো করি। ভালবেসে বাড়িতে তার লালনপালন করি। ফলে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাঁদের কঠোর শাস্তি পেতে হবে।”

এর পরই কর্নাটকের মৎস্য, বন্দর এবং জলপরিবহণ দপ্তরের মন্ত্রী বিদ্যা বলেন, “এই ঘটনায় কিছু গ্রেপ্তারি অবশ্যই হয়েছে। তবে এটা পুরোপুরি বন্ধ করতে হবে। যদি এমনটা চলতে থাকে তাহলে আমিও সেই রকম পদক্ষেপ নেব। হয়ত এই নির্দেশ অমানবিক হতে পারে। কিন্তু গরুচুরি ঠেকাতে অপরাধীদের প্রকাশ্য রাস্তায় গুলি করে মারার নির্দেশ দেব আমি। যেমন কর্ম, তেমনই ফল ভোগ করতে হবে। আমাদের জেলায় অর্থ উপার্জনের অনেক রাস্তা রয়েছে। তবে কেউ যদি এই পথে হাঁটে তবে কোনওভাবেই তা সমর্থন করা হবে না।” যারা গরু পালন করছেন তাঁদের আশ্বস্ত করে মন্ত্রী আরও বলেন, “নির্ভয়ে গরু প্রতিপালন করুন। গরু এবং গরুর প্রতিপালকদের রক্ষার দায়িত্ব নেবে সরকার।”

এর পাশাপাশি কর্নাটকের প্রাক্তন বিজেপি সরকারকে নিশানায় নিয়ে মন্ত্রী আরও বলেন, কর্নাটকে এই ঘটনা নতুন নয়। বিজেপির সরকার থাকাকালীনও ব্যাপকভাবে গরুচুরি হয়েছে এখানে। আর এখন সেই বিজেপি এই ইস্যুতে আমাদের আক্রমণ করছে। সরকারে থাকাকালীন বিজেপি এই ঘটনা রুখতে কোনও পদক্ষেপ নেয়নি বলেও অভিযোগ তোলেন মন্ত্রী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *