গতবার দুরন্ত ছন্দে থাকা কেএল রাহুল এবার কেকেআরে! নাইট দলে কি ফের অধিনায়ক বদল?

গতবার দুরন্ত ছন্দে থাকা কেএল রাহুল এবার কেকেআরে! নাইট দলে কি ফের অধিনায়ক বদল?

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরের মরশুমে কেকেআরে খেলবেন কেএল রাহুল! চলতি ইংল্যান্ড সফরে দুরন্ত ফর্মে থাকা ভারতীয় ওপেনারকে দলে নিতে আগ্রহী নাইট শিবির, এমনটাই শোনা যাচ্ছে ক্রিকেটমহলে কান পাতলে। সম্প্রতি কোচের পদ থেকে চন্দ্রকান্ত পণ্ডিতকে ছাঁটাই করেছে কেকেআর। তারপরেই সম্ভবত টিম ঢেলে সাজাতে চাইছে নাইটরা। সেজন্যই রাহুলকে এবার দলে নিতে ঝাঁপাচ্ছে কেকেআর, এমনটাই সূত্রের খবর।

গত আইপিএলে ১৪ কোটি টাকায় দিল্লি ক্যাপিটালসে যোগ দিয়েছিলেন রাহুল। ওপেনিং হোক বা মিডল অর্ডার-দুই ভূমিকাতেই সফল হন। তারপর ইংল্যান্ড সফরে গিয়েও তিনি দুরন্ত ফর্মে রয়েছেন। দু’টি সেঞ্চুরি-সহ পাঁচশোর বেশি রান করেছেন। তারপরেই কেকেআর শিবিরে আগ্রহ বেড়েছে। সর্বভারতীয় সংবাদপত্র টাইমস অফ ইন্ডিয়ার এক সাংবাদিক সূত্রে জানা গিয়েছে, রাহুলকে দলে নেওয়ার জন্য দিল্লির কাছে আগ্রহ প্রকাশ করেছ কেকেআর।

২০২৫ আইপিএলে একেবারে হতশ্রী পারফরম্যান্স ছিল নাইটদের। তাই কোচ পণ্ডিতের ছাঁটাইয়ের পরই দল গোছাতে চাইছে ম্যানেজমেন্ট। বর্তমানে নাইট শিবিরের যা অবস্থা, তাতে রাহুল এলে একসঙ্গে বেশ কিছু সমস্যা মিটে যেতে পারে। গতবার কুইন্টন ডি’কক বা রহমানুল্লাহ গুরবাজকে নিলেও তাঁরা উইকেটকিপার-ব্যাটার হিসাবে সেভাবে দাগ কাটতে পারেননি। রাহুল সেই ভূমিকায় সফল হতে পারেন, সেই সঙ্গে আরও একজন বিদেশিকে খেলানোর রাস্তাও খোলা থাকবে। নাইটদের নেতৃত্বও দিতে পারবেন রাহুল, দীর্ঘদিন আইপিএলে ক্যাপ্টেন্সি করেছেন তিনি।

এছাড়াও কেকেআরের সহকারী কোচ অভিষেক নায়ারের সঙ্গে রাহুলের রসায়ন খুবই ভালো। রাহুল নিজেই বলেছিলেন, ব্যাটিংয়ে উন্নতির নেপথ্যে নায়ারের ভূমিকা রয়েছে। কিন্তু এত কিছু সত্ত্বেও কেকেআরে রাহুলের ট্রেডিংয়ের সম্ভাবনা খুব ক্ষীণ। কারণ রাহুলের বদলি হিসাবে কেকেআরের কোন ক্রিকেটারকে দিল্লিতে পাঠানো হবে, সেই নিয়ে কোনও ধারণা নেই। তবে নিলামে রাহুলের দাম দিয়ে তাঁকে কিনে নিতে পারে কেকেআর, এমন সম্ভাবনাও রয়েছে। তবে শেষপর্যন্ত রাহুল আদৌ কেকেআরে আসবেন কিনা, উত্তর দেবে সময়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *