গণেশ উৎসবে ৪০০ কোটির বিমা করিয়ে চমক এই পুজোর, পিছিয়ে লালবাগচা রাজাও!

গণেশ উৎসবে ৪০০ কোটির বিমা করিয়ে চমক এই পুজোর, পিছিয়ে লালবাগচা রাজাও!

রাজ্য/STATE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে রমরমিয়ে পালিত হচ্ছে গণেশ চতুর্থী। প্রতিবারের মতো এবারও মুম্বইয়ের বিভিন্ন মণ্ডপে বাঁধভাঙা উন্মাদনা। সেই উন্মাদনায় নতুন রং লাগাল শহরের সবচেয়ে ধনী পুজো। নতুন রেকর্ড গড়েছে জিএসবি সেবা মণ্ডল। তাদের পাঁচদিনের উৎসবের জন্য ৪০০.৫৮ কোটি টাকার বিমা করা হয়েছে। ২০২৩ সালে এই মণ্ডল ৩৬০.৪০ কোটি টাকার বিমা কেনে। জিএসবি সেবা মণ্ডলের পুজো হয় সায়ানের কিংস সার্কেলে। এদিক থেকে অনেকটাই পিছিয়ে বিখ্যাত লালবাগচা রাজা। 

এই বছর জিএসবি সেবা মণ্ডলের পুজো ৭১ বছরে পদার্পণ করেছে। এখানে মহাগণপতি সাজানো হয় ৬৬ কেজি সোনার গয়না এবং ৩২৫ কেজির রূপো এবং অন্যান্য গয়না দিয়ে। তাদের নিয়মিত বিমা সংস্থা নিউ ইন্ডিয়া অ্যাসিয়োরেন্স এই বিমা করিয়েছে। যদিও বিমা কেনার জন্য জিএসবি সেবা মণ্ডল কত টাকা দিয়েছে তা এখনও জানা যায়নি। 

বিমার বিস্তারিত বিবরণ থেকে জানা গিয়েছে, মোট ৪০০.৫৮ কোটি টাকার বিমার মধ্যে, ৩২৫ কোটি টাকার সবথেকে বড় বিমা করানো হয়েছে স্বেচ্ছাসেবক, রাঁধুনি, পরিষেবা কর্মী, ভ্যালে পার্কিং, নিরাপত্তা কর্মী এবং স্টল কর্মীদের ব্যক্তিগত দুর্ঘটনার কভারের জন্য। এরপরে ৪৩.১৫ কোটি টাকার বিমা করা হয়েছে যেখানে সোনা, রূপার গয়না চুরি-সহ অন্যান্য বিভিন্ন ঝুঁকি থেকে রেহাই পাওয়া যাবে। আরও ২ কোটি টাকার স্ট্যান্ডার্ড কভার রয়েছে যেখানে আগুন এবং বিপদের মোকাবিলা করা হবে। ৩০ কোটি টাকার বিমায় থাকবে প্যান্ডেল, স্টেডিয়াম এবং ভক্তদের জন্য কভার। সব শেষে অগ্নিকাণ্ড-সহ অন্যান্য বিপদে রক্ষার জন্য ৪৩ লক্ষ টাকার বিমা রয়েছে।

অন্যদিকে মুম্বইয়ের আরেক গুরুত্বপূর্ণ পুজো লালবাগচা রাজার বিমা কভার ৩২.৭৬ কোটি টাকা। যদিও লালবাগচা রাজার পুজোয় খরচ বিপুল। তাদের উৎসব চলে দশদিন। সেখানে জিএসবি সেবা মণ্ডলের পুজো পাঁচদিন চলে।  



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *