সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “বিশ্বাসঘাতকের যুগের অবসান হল, বাংলাদেশের বিপ্লবীরা গুঁড়িয়ে দিল মুজবর রহমানের বাড়ি।” পদ্মপাড়ে বুধবার থেকে শুরু হওয়া নৈরাজ্যের ঘটনায় এই ভাষাতেই উল্লাস প্রকাশ করল পাকিস্তান সেনা। মুজিবরের ধানমন্ডির বাড়ি, দেশজুড়ে একাধিক জায়াগায় বঙ্গবন্ধুর মূর্তি ভাঙার ঘটনা প্রকাশ্যে আসার পর এক্স হ্যান্ডেলে প্রতিক্রিয়া জানায় পাক সেনা। সমাজমাধ্যমের ওই পোস্ট তুলে ধরেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। সব মিলিয়ে হাসিনা সরকারের পতনের ছয় মাস পর ফের টালামাটাল রাজনৈতিক পরিস্থিতি প্রতিবেশী দেশে।
“Dhanmondi-32 No. Home, the place Mujib conspired to interrupt Pakistan.”
— A tweet from Pakistan Defence. pic.twitter.com/2umLehJ4dN— taslima nasreen (@taslimanasreen) February 6, 2025
(প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন