সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গণছাঁটাইয়ের মধ্যেই এবার কর্মীদের বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিতের সিদ্ধান্ত নিল ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিস (টিসিএস)! শুধু তাই নয়, আগামী কয়েকমাস উচ্চ পদে কর্মী না নিয়োগ করারও সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
শনিবার টিসিএস তাদের কর্মীদের একটি ইমেলে জানিয়েছেন, ‘বিশ্বব্যাপী চলা রাজনৈতিক উত্তেজনা এবং অর্থনৈতিক অনিশ্চয়তার জেরে আমরা উদ্বিগ্ন। এই পরিস্থিতিতে সংস্থার দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা এবং স্থায়িত্ব নিশ্চিত করার লক্ষ্যে কর্মীদের বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিত করা হয়েছে।’
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]