‘খোকা’ গেল ঘিস নদীতে মাছ ধরতে! উত্তরবঙ্গে ‘রঘু ডাকাত’-এর প্রচারের ফাঁকে জাল-ছিপ হাতে দেব

‘খোকা’ গেল ঘিস নদীতে মাছ ধরতে! উত্তরবঙ্গে ‘রঘু ডাকাত’-এর প্রচারের ফাঁকে জাল-ছিপ হাতে দেব

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র আঠেরো দিনের অপেক্ষা। তার পরই ‘হা রে রে রে…’ ধ্বনিতে রক্তমাখা খড়্গহাতে পুজোর পর্দায় আছড়ে পড়বেন ‘রঘু ঘোষ’, থুড়ি ‘রঘু ডাকাত’। ২৬ সেপ্টেম্বরের ভোরের জন্য ইতিমধ্যেই প্রহর গোনা শুরু করেছেন দেব অনুরাগীরা। আর সেই বহু প্রতীক্ষিত রিলিজের প্রাক্কালেই উত্তরবঙ্গে হাইভোল্টেজ প্রচার সফরে টলিউড সুপারস্টার দেব।

মালদা, রায়গঞ্জ হয়ে সোমবার ‘রঘু ডাকাত’ টিম নিয়ে শিলিগুড়িতে পৌঁছে গিয়েছেন দেব। আর সেখানেই ক্যামেরাবন্দি হল সুপারস্টার সাংসদের রঙিন সব মুহূর্ত। কখনও জাল-ছিপ হাতে প্যান্ট গুটিয়ে নেমে পড়লেন ঘিস নদীতে। আবার কখনও বা পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়, ‘সৌদামিনী’ ইধিকা পালকে পাশে নিয়ে ‘রঘু ডাকাত’-এর ভালো রেজাল্টের আশায় পুজো দিলেন সেবক কালীমন্দিরে। সঙ্গে রয়েছেন ওম সাহানি, অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকাররাও। আর সুপারস্টারকে মাটির কাছাকাছি দেখে ততোধিক উচ্ছ্বাস উত্তরবঙ্গের অনুরাগীদেরও। সোমবার শিলিগুড়িতে পৌঁছতেই দেবকে স্বাগত জানানো হল নেপালিদের প্রাদেশিক উত্তরীয় পরিয়ে। ডুয়ার্সের প্রত্যন্ত অঞ্চলের মানুষেরাও ভিড় জমিয়েছেন এদিন দেবকে একঝলক দেখার জন্য। সবমিলিয়ে উত্তরে ‘রঘু ডাকাত’-এর হাইভোল্টেজ প্রচার সাড়লেন দেব।

 
 
 
 
 
View this put up on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev The Superstar (@teamdevfcofficial)

আগামী ২০ সেপ্টেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হবে ‘রঘু ডাকাত’-এর মেগা ট্রেলার লঞ্চের অনুষ্ঠান। সেখানে যাতে কোনওরকম দুর্ঘটনা না ঘটে, অতিথিদের সুরক্ষাব্যবস্থা নিয়ে উত্তরবঙ্গে যাওয়ার আগেই কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মার সঙ্গে আলোচনা করে গিয়েছিলেন দেব। ‘ধূমকেতু’র মতোই ‘রঘু ডাকাত’-এর ট্রেলার লঞ্চের অনুষ্ঠানকেও যে দেব উৎসবে পরিণত করতে চাইছেন, তা বলাই বাহুল্য।

 
 
 
 
 
View this put up on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *