খেলার সময় রাস্তায় চলে যাওয়াই কাল, গাড়ির ধাক্কায় মৃত্যু একরত্তির

খেলার সময় রাস্তায় চলে যাওয়াই কাল, গাড়ির ধাক্কায় মৃত্যু একরত্তির

রাজ্য/STATE
Spread the love


সঞ্জিত ঘোষ, নদিয়া: বিকেলে রোদ পড়তেই বাড়ির সামনে খেলতে শুরু করেছিল দুই শিশু। খেলার সময় একজন দৌড়ে রাস্তায় চলে যায়। আর তাতেই ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। একটি দ্রুতগামী চারচাকা গাড়ি তাকে ধাক্কা মেরে চলে যায়। দুর্ঘটনায় মারা গেল দুই বছরের ওই একরত্তি। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালির গাঁড়াপোতা এলাকায়। ঘটনায় এলাকায় শোকের ছায়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই শিশুর নাম উর্মি বিশ্বাস। গাজনা গ্রাম পঞ্চায়েতের গাঁড়াপোতা এলাকায় তার বাড়ির অদূরেই রয়েছে গাড়ি চলাচলের রাস্তা। আজ শনিবার বিকেলে পাশের বাড়ির ছয় বছরের এক শিশুর সঙ্গে বাড়ির সামনেই খেলা করছিল উর্মি। খেলার সময় দুজনেই ছোটাছুটি করছিল দু’জনে। দৌড়ে উর্মি গাড়ি চলাচলের রাস্তায় উঠে যায়। সেসময় একটি দ্রুতগামী চারচাকার পণ্যবাহী গাড়ি সেখানে চলে আসে। ওই শিশুটিকে ধাক্কা মেরে চলে যায় সেটি। ধাক্কায় রক্তাক্ত অবস্থায় ওই শিশু ছিটকে পড়ে।

পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ওই শিশুকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুদের খেলার সময় কেন পরিবারের অন্যরা সেখানে উপস্থিত থাকল না? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ওই রাস্তা দিয়ে দ্রুতগতিতে গাড়ি চলাচল করে। ওই রাস্তায় ট্রাফিক পুলিশ দেওয়ার দাবি জানানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িচালকের অসাবধানতার কারণেই এই দুর্ঘটনা ঘটে। পরিবারের দাবি, পুলিশ দ্রুত উপযুক্ত ব্যবস্থা নিক। ঘটনায় ওই পরিবারে শোকের ছায়া নেমেছে। ঘাতক গাড়ি ও চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *