খেজুরির দুই বিজেপি কর্মীর মৃত্যু মামলায় প্রথম ময়নাতদন্তের রিপোর্ট তলব হাই কোর্টের

খেজুরির দুই বিজেপি কর্মীর মৃত্যু মামলায় প্রথম ময়নাতদন্তের রিপোর্ট তলব হাই কোর্টের

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


গোবিন্দ রায়: খেজুরি-মামলায় এবার কেস ডায়েরি তলব। দুই বিজেপি কর্মীর রহস্যমৃত্যুর ঘটনায় কেস ডায়েরি তলব করল কলকাতা হাই কোর্ট। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এই ডায়েরি তলব করেছে। একইসঙ্গে প্রথম ময়নাতদন্তের রিপোর্টও তলব করা হয়েছে আদালতের তরফে। মঙ্গলবার ফের এই সংক্রান্ত মামলার শুনানি রয়েছে।

ঘটনাটি ঘটে চলতি বছরের ১১ জুলাই। সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে গিয়ে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে মৃত্যু হয় বছর তেইশের সুজিত দাস এবং ৬৫ বছর বয়সি চন্দ্র পাইকের। সুজিত পূর্ব ভাঙনমারি গ্রামের বাসিন্দা, চন্দ্র ঝাঁটিহারির বাসিন্দা। ঘটনার পর খবর পেয়ে সেদিনই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় খেজুরি থানার পুলিশ। প্রাথমিকভাবে অনুমান করা হয়, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁদের মৃত্যু হয়েছে। স্থানীয়দেরও একই দাবি ছিল। তাঁরা জানান, অনুষ্ঠানস্থলের কাছে একটি হ্যালোজেন লাইট খুলে পড়ে ওই দুই ব্যক্তির উপর। তার জেরে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ হারান দু’জন।

তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি ছিল, ওই ব্যক্তিদের পরিকল্পনামাফিক খুন করা হয়েছে। এমনকী মৃতদেহগুলিতে আঘাতের চিহ্ন ছিল বলেও দাবি করা হয়। এরপরেই ঘটনায় যথাযথ তদন্ত চেয়ে হাই কোর্টে মামলা দায়ের হয়। সেই মামলায় দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। এসএসকেএমে হয় সেই ময়নাতদন্ত। দেখা যায়, প্রথমবার এবং দ্বিতীয়বারের করা ময়নাতদন্তের রিপোর্ট সম্পূর্ণ আলাদা। প্রথমে মেদিনীপুর মেডিক্যাল কলেজের ময়নাতদন্তের রিপোর্টে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছিল। দ্বিতীয়বারের ময়নাতদন্তের রিপোর্টে আঘাতের চিহ্ন আছে বলে রিপোর্ট আসে।

দু’রকম রিপোর্ট ঘিরেই তৈরি হয় বিতর্ক। সিবিআই তদন্ত চেয়ে মামলা করে পরিবার। যদিও আদালত সেই মামলায় সিবিআই তদন্ত নয়, সিআইডি তদন্তের উপরেই আস্থা রাখে। পরে সিঙ্গল বেঞ্চের সিআইডি তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় পরিবার। আজ সোমবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। শুনানিতে মামলার কেস ডায়েরি তলব করেছে কলকাতা হাইকোর্ট। পাশাপাশি প্রথম ময়নাতদন্তের রিপোর্টও তলব করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *