সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চুলের নানা সমস্যার মধ্যে অন্যতম খুশকির সমস্যা। এবং একই সঙ্গে দেখা দেয় অধিকাংশ ক্ষেত্রে শুষ্কতার সমস্যাও। এই দুই সমস্যা থেকে রেহাই পেতে বাড়িতেই সহজ উপায়ে বানিয়ে ফেলুন মুলতানি মাটি দিয়ে হেয়ার মাস্ক। যা ব্যবহারে আপনি এই সমস্যা থেকে বাঁচবেন। হবে না কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও। কীভাবে বানাবেন জেনে নিন।
একটি পাত্রে মুলতানি মাটি গুঁড়ো করে নিয়ে তা কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে দিন। এরপর তাতে অ্যাপেল সিডার ভিনিগার, অ্যালোভেরা জেল ও ১-২ ফোঁটা অলিভ অয়েল নিয়ে একসঙ্গে মিশিয়ে নিন। এরপর চুল সামান্য ভিজিয়ে নিয়ে এই মাস্কটি চুলে ভালোভাবে অ্যাপ্লাই করে ২০ মিনিট মতো রেখে দিন। এরপর ভালোভাবে শ্যাম্পু করে নিয়ে চুল ধুয়ে নিন। তবে ২০ মিনিটের বেশি এই মাস্ক চুলে রাখবেন না।
উল্লেখ্য, মুলতানি ত্বকের পাশাপাশি চুলের জন্যও ভীষণ উপকারি। মুলতানি মাটি দিয়ে তৈরি এই মাস্ক চুলের শুষ্কতা নিয়ন্ত্রণ করে ও স্ক্যাল্পে খুশকির সমস্যাও কমায়। শুধু তাই নয় এই মাস্ক নাকি চুলে পুষ্টি জোগাতে, স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে ও চুলের বৃদ্ধিতে সহায়তা করে।