‘খুব বেড়েছিস, আর জি কর ঘটিয়ে দেব’, ঋণ সংক্রান্ত বচসায় মহিলাকে হুমকি সিভিক ভলান্টিয়ারের!

‘খুব বেড়েছিস, আর জি কর ঘটিয়ে দেব’, ঋণ সংক্রান্ত বচসায় মহিলাকে হুমকি সিভিক ভলান্টিয়ারের!

স্বাস্থ্য/HEALTH
Spread the love


অর্ণব দাস, বারাসত: ফের সিভিক ভলান্টিয়ারের অসভ্যতা! ঋণ সংক্রান্ত বচসার জেরে এক মহিলাকে ‘আর জি করের মতো ঘটনা ঘটিয়ে দেওয়া’র হুঁশিয়ারির অভিযোগ উঠল খড়দহের এক সিভিক ভলান্টিয়ারে বিরুদ্ধে। মহিলাদের এমন হেনস্তার অভিযোগে তাঁর বিরুদ্ধে খড়দহ থানায় এফআইআর দায়ের করা হয়েছে। সেই এফআইআরের ভিত্তিতে সন্তু দেবনাথ নামে ওই সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করেছে খড়দহ থানার পুলিশ।

ঘটনার সূত্রপাত মাস খানেক আগে। সন্তু দেবনাথের স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, তিনি ঋণ দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা করেছেন এলাকার কয়েকজন মহিলার সঙ্গে। সেই অঙ্ক প্রায় ৩০ লক্ষ টাকা। একেকজনের কাছ থেকে লাখ টাকা সংগ্রহ করেছেন ওই মহিলা। প্রতারিতরা তা বুঝতে পেরে টাকা আদায় করতে সেখানে যান। সেসময় ওই মহিলার সঙ্গে টাকা দেওয়ানেওয়া নিয়ে তাঁদের বচসা হয়। অভিযোগ, তখনই তিনি স্বামীকে ডেকে আনেন। স্বামী সন্তু দেবনাথ পেশায় সিভিক ভলান্টিয়ার, সেসময় অন ডিউটি ছিলেন। সেই অবস্থাতেই তিনি মহিলাদের অশালীন ভাষায় হুমকি, মারধর করেন বলে অভিযোগ ওঠে। এমনকী ‘আর জি করের মতো ঘটনা ঘটিয়ে দেব’ বলেও হুমকি দিয়েছেন বলে অভিযোগ মহিলাদের।

মৌমিতা শীল নামে আক্রান্ত মহিলার অভিযোগ, ”আমাদের কাছ থেকে ওঁর স্ত্রী লোনের নামে টাকা নিয়েছিলেন। আমরা সবাই নিজেদের টাকা নিয়ে তাঁকে সাহায্য করেছিলাম। কিন্তু প্রতারিত হয়েছি বুঝতে পেরে আমরা টাকা চাইতে আসি। তখন বাকবিতণ্ডার মাঝে উনি নিজের স্বামীকে ডেকে আনেন। স্বামী সিভিক ভলান্টিয়ারের পোশাক পরে, হাতে রুল নিয়ে আসেন। আমাকে বলেন, খুব বাড় বেড়েছিস! টাকা চাইতে এসেছিস? আর জি করের মতো ঘটনা ঘটিয়ে দেব।” এরপর মারধর করেন বলেও অভিযোগ করেন ওই মহিলা। মৌমিতার কথায়, ”ওই মহিলাও আধলা ইট নিয়ে আমাদের দিকে ছোড়েন। একটুর জন্য আমাদের গায়ে লাগেনি।” এই ঘটনায় আতঙ্কিত মহিলারা খড়দহ থানায় অভিযোগ দায়ের করেছেন। তার ভিত্তিতে ওই সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *