সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ১২ জুন আকস্মিক মৃত্যু হয় অভিনেত্রী করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের। জানা গিয়েছিল, ব্রিটেনে পোলো খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। কিন্তু এবার বিস্ফোরক অভিযোগ করলেন প্রয়াত শিল্পপতির মা রানি কাপুর। তাঁর দাবি, স্বাভাবিক মৃত্যু হয়নি তাঁর ছেলের। খুন করা হয়েছে সঞ্জয়কে। এমন দাবির পর চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ওয়াকিবহাল মহলে।
ব্রিটিশ পুলিশকে লেখা এক চিঠিতে রানি দাবি করেন, নতুন করে এমন কিছু তথ্যপ্রমাণ তাঁর হাতে এসেছে যা থেকে মনে হচ্ছে এটা সুপরিকল্পিত ষড়যন্ত্র। ব্রিটেন, ভারত ও সম্ভবত আমেরিকারও বহু মানুষ এতে জড়িত রয়েছেন। পোলো খেলতে খেলতে হঠাৎই মারা যান সঞ্জয়। পরে জানা যায় যে একটি মৌমাছি গিলে ফেলার ফলেই নাকি মৃত্যু ঘটে সোনা কমস্টারের চেয়ারম্যান ও সর্বোপরি করিশ্মার প্রাক্তন স্বামী সঞ্জয়ের।
২০০৩ সালে শিল্পপতি সঞ্জয় কাপুরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন করিশ্মা। কোটি কোটি টাকা খরচ করে হয়েছিল সেই বিয়ে। কিন্তু তা মোটেই সুখকর হয়নি। ২০১৪ সালে আলাদা হন তাঁরা। ২০১৬ সালে আইনিভাবে বিবাহবিচ্ছেদ হয় দু’জনের। ডিভোর্সের সময় খোরপোশ হিসেবে বেশ মোটা অঙ্ক হাঁকিয়েছিলেন কাপুরকন্যা। জানা যায়, ৭০ কোটি টাকা নিয়েছিলেন করিশ্মা। এরপর গুঞ্জন শোনা যায়, প্রয়াত স্বামীর ৩০ হাজার কোটির সম্পত্তিতে ‘চোখ’ অভিনেত্রীর! রানি কাপুর দাবি, ছেলের মৃত্যুর পরই নাকি তাঁকে দিয়ে বেশ কিছু নথিপত্রে সই করিয়ে নেওয়া হয়েছে। এমনকী নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থেকে লেনদেনও করতে পারছেন না তিনি। শোনা যায়, করিশ্মাও নাকি প্রয়াত স্বামীর অগাধ সম্পত্তির ভাগ চেয়ে বসেছেন! এই পরিস্থিতিতে এবার নতুন ও বিস্ফোরক অভিযোগ করলেন তিনি।