স্টাফ রিপোর্টার: সময়টা ইদানীং ভালো যাচ্ছে না মহামেডানের। হীরা মণ্ডলরা অনুশীলন করলেও রেজিস্ট্রেশন ব্যানের আওতায় থাকায় কোনও নতুন ফুটবলারকে সই করাতে পারছে না তারা। ঘরোয়া লিগের ইতিমধ্যে দু’টি ম্যাচ খেলেছে মহামেডান। তার মধ্যে একটা ম্যাচ ড্র করেছে, একটা ম্যাচ হেরেছে। এমন পরিস্থিতিতে লিগের তৃতীয় ম্যাচে বৃহস্পতিবার খিদিরপুরের বিরুদ্ধে খেলতে নামছে তারা।
এই ম্যাচে তারা কার্ড সমস্যার জন্য পাচ্ছে না দলের অধিনায়ক দীনেশ মেইতেইকে। চোটের জন্য অনিশ্চিত বৈদ্যনাথ মূর্মু। এমন পরিস্থিতি বৃহস্পতিবার কিছুটা চিন্তায় মহামেডান কোচ মেহরাজউদ্দিন ওয়াডু।
তিনি বলেন, “যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি আমি, তাতে পিছনে ফিরে দেখার জায়গা নেই। যে ছেলেদের পাব, তাদের নিয়েই খেলব। আশা করি ঘুরে দাঁড়াবে ছেলেরা।” আগের ম্যাচে রেনবোর বিরুদ্ধে এই কল্যাণীতেই নেমেছিল মেহরাজের ছেলেরা। তবে বৃষ্টির জন্য ম্যাচ হয়নি। এবার সেই কল্যাণীতেই ম্যাচ।
মাঠ নিয়ে চিন্তায় থাকলেও জয় নিয়ে আশাবাদী মহামেডান কোচ। খিদিরপুরকে গুরুত্ব দিচ্ছেন তিনি। খিদিরপুর এই মুহূর্তে ঘরোয়া লিগে তিন ম্যাচ জিতেছে, একটা ড্র দু’টো হার। গোলকিপার কেভিনের চোট। মহামেডানকে হারাতে প্রস্তুত তারা। কলকাতা লিগে অপর ম্যাচে মুখোমুখি হবে ভবানীপুর বনাম উয়াড়ি।
আজ কলকাতা লিগে
মহামেডান বনাম খিদিরপুর
কল্যাণী স্টেডিয়াম, দুপুর ৩.০০
ভবানীপুর বনাম উয়াড়ি
বারাকপুর স্টেডিয়াম, দুপুর ৩.০০
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন