খাস কলকাতায় স্কুলে ছাত্রীকে ‘ব্যাড টাচ’ অস্থায়ী শিক্ষকের! অভিযোগ পেয়েই সাসপেন্ড করল কর্তৃপক্ষ

খাস কলকাতায় স্কুলে ছাত্রীকে ‘ব্যাড টাচ’ অস্থায়ী শিক্ষকের! অভিযোগ পেয়েই সাসপেন্ড করল কর্তৃপক্ষ

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


ধীমান রক্ষিত: ছাত্রীকে ‘ব্যাড টাচ’ স্কুলের চুক্তিভিত্তিক শিক্ষকের। পরে সেই ঘটনায় স্কুলের কাছে লিখিত অভিযোগ দায়ের হয়। ঘটনা জানাজানি হতেই অভিযুক্ত ওই অস্থায়ী শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে। স্কুলের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় বলে খবর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে খাস কলকাতার একটি সরকার পোষিত স্কুলে।

জানা গিয়েছে, ঘটনাটি উত্তর কলকাতার টালা আদর্শ বালিকা বিদালয়ের। গত দু’দিন আগে ওই ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করেন স্কুলেরই এক চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষক। অভিযোগ, ছাত্রীকে অশালীনভাবে স্পর্শ করা হয়। ঘটনার কথা ওই ছাত্রী বাড়ি এসে পরিবারের সদস্যদের জানায়। সেই ভিত্তিতে স্কুলে অভিযোগ জানানো হয়। অভিযোগ পেয়েই দ্রুত পদক্ষেপ করল স্কুল কর্তৃপক্ষ।

অভিযুক্ত ওই অস্থায়ী কম্পিউটার শিক্ষককে সাসপেন্ড করল স্কুল। শুধু তাই নয়, ছাত্রীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে টালা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার কথা মধ্যশিক্ষা পর্ষদকেও জানানো হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ হতে পারে। তেমনই মনে করছে ওয়াকিবহাল মহল। জানা গিয়েছে, অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে এর আগেও এমন একাধিক অভিযোগ উঠেছিল। ঘটনা জানাজানি হতে অভিভাবকদের মধ্যেও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্কুলের মধ্যে কীভাবে এমন হতে পারে, প্রশ্ন উঠেছে। একজন শিক্ষক পড়ুয়াদের কাছে পদপ্রদর্শক। সেখানে কীভাবে এই শিক্ষক এমন অশালীন কাজ করতে পারেন? সেই প্রশ্ন উঠেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *