খালিদের ‘পার্ক দ্য বাসে’ হল না শেষরক্ষা, লড়াকু ফুটবলেও কাফা কাপে ইরানের কাছে হার ভারতের

খালিদের ‘পার্ক দ্য বাসে’ হল না শেষরক্ষা, লড়াকু ফুটবলেও কাফা কাপে ইরানের কাছে হার ভারতের

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


ইরান: ৩
ভারত: ০

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হতে পারত একটা অসম লড়াই। কাফা কাপের প্রথম ম্যাচে কাজিকিস্তানকে হারালেও এবার যে সামনে ইরান! বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ১১৩ ধাপ এগিয়ে থাকা দল। তাদের সঙ্গে আর কতটা লড়াই দিতে পারবে খালিদ জামিলের ভারত? যাঁরা এরকম ভেবেছিলেন, তাঁরা যে ভুল ভেবেছিলেন, তা কিন্তু প্রমাণ করে দিলেন সন্দেশ ঝিঙ্ঘান। সে স্কোরবোর্ড যাই বলুক। ভারত ৩-০ গোলে হারল ঠিকই, গোটা ম্যাচ জুড়ে অনেক সীমাবদ্ধতা নিয়েও লড়াই করতে ছাড়ল না ব্লু টাইগার্সরা।

আবার লড়াই মানে কিন্তু শুধু একপাক্ষিক রক্ষণ আগলানো নয়। হ্যাঁ, ম্যাচের অধিকাংশ সময় সেটা করতে হয়েছে ঠিকই, তবে আক্রমণ করেছে ভারত। খুব কঠিন পরীক্ষায় ইরানকে না ফেললেও প্রথমার্ধে অন্তত চাপ তৈরির একটা চেষ্টা ছিল। কাফা কাপের দ্বিতীয় ম্যাচে খালিদ সাজিয়েছিলেন কার্যত ৭-২-১ ফর্মেশনে। যেন ‘পার্ক দ্য বাস’ সিস্টেম। ইরফান ইদওয়াদ শুধু আক্রমণে। মাঝমাঠে সুরেশ সিং, দানিশ ফারুকরা রক্ষণ সামলানোর জন্যই নেমেছিলেন। আশিক কুরুনিয়ান বা বিক্রম প্রতাপ সিংরা দুই উইংয়ে থাকলেও কার্যত সাইড ব্যাকের ভূমিকা পালন করেছেন। এটা ঠিক যে, ইরানের প্রথম একাদশে মেহেদি তারেমি বা জাহানবকশের মতো তারকা ফুটবলার ছিলেন না। তবু মাঝমাঠে ভিড় জমিয়ে ইরানকে কিছুতেই গুছিয়ে উঠতে দেননি খালিদ জামিল। প্রথমার্ধে ইরানকে গোল করতে দেননি সন্দেশ ঝিঙ্ঘান, আনোয়ার আলি। গোলপোস্টের তলায় ফের দায়িত্ববান গুরপ্রীত সিং সান্ধু।

দ্বিতীয়ার্ধে অবশ্য লড়াই দিয়েও শেষরক্ষা হল না। ৫৯ মিনিটে আমির হোসেন এগিয়ে দেন ইরানকে। দ্বিতীয় গোলটা হল ম্যাচের শেষের দিকে। ৮৯ মিনিটে আলি আলিপোরঘারা ব্যবধান বাড়িয়ে দেন। আর ম্যাচের একেবারে শেষ মূহূর্তে গোল করেন মেহেদি তারেমি। শেষ পর্যন্ত ৩-০ গোলে জেতে ইরান। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *