খড়দহে বেআইনি বহুতল নির্মাণের অভিযোগে বিক্ষোভ স্থানীয়দের, পালটা হুমকি কাউন্সিলর ঘনিষ্ঠের!

খড়দহে বেআইনি বহুতল নির্মাণের অভিযোগে বিক্ষোভ স্থানীয়দের, পালটা হুমকি কাউন্সিলর ঘনিষ্ঠের!

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


অর্ণব দাস, বারাকপুর: খড়দহ পুরসভা এলাকায় বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ। স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখালে তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ এসে হুমকি দিয়েছেন বিক্ষোভকারীদের। সেই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুরসভা কর্তৃপক্ষ কীভাবে সেই বহুতল তৈরির অনুমতি দিয়েছে? সেই প্রশ্নও উঠেছে। বিষয়টি নিয়ে পদক্ষেপের আশ্বাস দিয়েছেন এলাকার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়।

কয়েক মাস আগেও কলকাতা ও আশপাশে হেলে যাওয়া বহুতল নিয়ে আতঙ্ক ছড়িয়েছিল। সেসব বাড়ি নিয়ে কড়া পদক্ষেপের কথাও বলা হয়। একাধিক বেআইনি বাড়ি গজিয়ে উঠেছে বলেও অভিযোগ ওঠে। এবার তেমনই অভিযোগ সামনে এল খড়দহ পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের নন্দনকানন এলাকায়। বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকায় ১০ ফুট চওড়া রাস্তা আছে। আর সেই রাস্তার পাশেই তৈরি হচ্ছে একটি পাঁচতলা আবাসন। ওই নির্মাণ বেআইনি বলে অভিযোগ করছেন স্থানীয়রা।

দুর্ঘটনার আতঙ্ক তাড়া করছে বাসিন্দাদের মধ্যে। সেজন্য পথে নেমে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দাদের কয়েকজন। অভিযোগ, সেই বিক্ষোভকারীদের মুখ বন্ধ করতে কাউন্সিলর ঘনিষ্ঠ বুয়া নামে এক ব্যক্তি এসে হুমকিও দিয়েছেন। এরপর আরও উত্তেজনা বেড়েছে ওই এলাকায়। স্থানীয় বাসিন্দা কুণালনাথ মজুমদার জানান, বহু জায়গায় বাড়ি হেলে পড়ছে। এই রাস্তা দিয়ে দমকলের গাড়িও ঢুকবে না। যদি আগুন লাগার মতো কোনও অঘটন ঘটে, তাহলে মানুষজন পুড়ে মরবেন। তাঁরা প্রোমটিংয়ের বিরোধী নন। তবে নিয়ম মেনে বহুতল তৈরি হোক।

স্থানীয় বাসিন্দা প্রদীপ ভৌমিক জানান, চারতলার জায়গায় পাঁচতলা তোলা হচ্ছে। বাড়ির ভিতও ঠিক মতো হয়নি। লিফটের দেওয়ালও ঢালাই না করে ইটের তৈরি হয়েছে। পুরসভার চেয়ারম্যানকে জানানো হয়েছিল। চেয়ারম্যান আশ্বাস দিলেও কাজ বন্ধ হয়নি। ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সায়ন মজুমদার জানান, মৌখিকভাবে অভিযোগ করা হয়েছে। চেয়ারম্যানের সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে। পুরসভার ইঞ্জিনিয়ার পাঠিয়ে বিষয়টি খতিয়ে দেখা হবে।

বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় জানান, বেআইনি বাড়ি তৈরির অনুমতি যিনি দিয়েছেন, তিনিই বিষয়টি বলতে পারবেন। বিষয়টি তিনি এখনই জানলেন। বিষয়টি খতিয়ে দেখা হবে।

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *