সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কে জানত দেড় মাসের মধ্যে আহমেদাবাদে বিমানের দুর্ঘটনার পুনারবৃত্তি হবে ঢাকায়! সেবার বিমান ভেঙে পড়েছিল মেডিক্যাল কলেজের ছাত্রাবাস ভবনের উপরে। এবারে ক্লাস চলাকালীন স্কুলের উপরে ভেঙে পড়ল বাংলাদেশ বায়ুসেনার বিমান। সোমবারের দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২০ জনের। তবে মৃতের সংখ্যা বাড়বে বলেই মনে করা হচ্ছে। কারণ আহতের সংখ্যা দেড়শোর বেশি। সবচেয়ে বড় কথা, নিহত ও আহতের অধিকাংশ শিক্ষার্থী। পঠনপাঠনের মধ্যেই বেঘোরে প্রাণ গেল ছাত্রদের।
যে ছাত্ররা বেঁচে গিয়েছে তারা জানাচ্ছে, তখনও স্কুল শেষ হয়নি। কোনও কোনও ক্লাসে চলছিল শেষ পিরিয়ড। তখনই আচমকা বিকট শব্দে ভেঙে পড়ে বিমানটি। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ। দাউদাউ জ্বলতে শুরু স্কুল ভবনের একাংশ। একসঙ্গে ঝলসে যায় প্রায় শ’দুয়েক ছাত্র। ওই স্কুলের যে ভবনে বিমানটি ভেঙে পড়ে সেখানে ১৬টি ক্লাসরুম আর শিক্ষকদের চারটি ঘর ছিল। প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণির ক্লাস হত এই ভবনে। তৃতীয় এবং চতুর্থ শ্রেণির কক্ষের সামনে বিমানটি ঢুকে আসে। সেই সময়ে ওই দুই শ্রেণিকক্ষেই ক্লাস চলছিল।
সোমবার দুপুর দেড়টা নাগাদ বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল-কলেজের একটি ভবনে আছড়ে পড়ে। বাংলাদেশ সেনার জনসংযোগ বিভাগ আইএসপিআর জানিয়েছে, বিমানবাহিনীর ‘এফ-৭ বিজেআই’ প্রশিক্ষণ বিমানটি এদিন দুপুর ১টা ৬ মিনিটে (বাংলাদেশি সময়) ওড়ার বারো মিনিট পরে ভেঙে পড়ে। স্কুলে ভবনে বিমানটি আছড়ে পড়তেই বিস্ফোরণ ঘটে। দাউদাউ করে আগুন ধরে যায় ভবনটিতেও। অনেক দূর থেকেও সেই কালো ধোঁয়া দেখা গিয়েছে। বিমানের আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের আটটি ইঞ্জিন।
ঢাকায় শিক্ষা প্রতিষ্ঠানের উপর বিমান ভেঙে পড়ার ঘটনায় শোকবার্তা দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। সমাজমাধ্যমের বার্তায় তিনি লিখেছেন, “রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে আজ বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।” সরকার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও আশ্বাস দিয়েছেন ইউনুস। পাশাপাশি মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।
বাংলাদেশে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে মোদি লেখেন, “ঢাকায় এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত ও মর্মাহত। মৃত ও আহতদের মধ্যে অনেকেই তরুণ শিক্ষার্থী রয়েছেন। শোকাহত পরিবারের প্রতি আমাদের হৃদয় বেদনার্ত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”