ক্লাস ইজ পার্মানেন্ট… পাক ম্যাচ ফেরাল চেনা বিরাটকে, গুচ্ছ রেকর্ডও গড়লেন কিং

ক্লাস ইজ পার্মানেন্ট… পাক ম্যাচ ফেরাল চেনা বিরাটকে, গুচ্ছ রেকর্ডও গড়লেন কিং

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেটের ২২ গজে মাঠে ফর্ম ইজ টেম্পোরারি। ক্লাস ইজ পার্মানেন্ট। বিরাট কোহলির অফ ফর্ম নিয়ে বহুবার প্রশ্ন উঠলেও তাঁর ক্লাস নিয়ে কখনও সওয়াল করেনি কেউ। এমন অমূল্য রত্নের ফর্মে ফেরাটা যে নেহাতই সময়ের অপেক্ষা, সে বিশ্বাস প্রত্যেক ভারতীয়র মনেই ছিল। আর ফর্মে ফেরার জন্য পাকিস্তানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চ ছাড়া ভালো জায়গা আর কী-ই বা হতে পারত! ইনিই তো ব্যাট হাতে সাফল্যের ছবি আঁকেন। মরুদেশে আনেন বসন্ত। আর পাকিস্তানে ফেরান ত্রাস।

পাকিস্তানের বিরুদ্ধে নামলেই আলাদা এনার্জিতে থাকেন কোহলি। প্রতিপক্ষকে ফালাফালা করে দিতে টগবগ করে ফোটেন। দলকে জয় এনে দিতে নিজের সেরাটা উজার করে দেন। তাঁর একাধিক সেঞ্চুরিই তার প্রমাণ। রবিবাসরীয় দুবাইও এমনই এক ইনিংসের সাক্ষী রইল। যেখানে ৫১ তম ওয়ানডে সেঞ্চুরি হাঁকিয়ে কোহলি শুধু দলকে জেতালেনই না, আরও বহু প্রশ্ন, সমালোচনা, ধন্দের জবাবও দিলেন অবলীলায়।

Virat--anushka
বিরাটের সাফল্যে উচ্ছ্বসিত স্ত্রী অনুষ্কা।

এদিন দ্রুততম ভারতীয় হিসেবে ওয়ানডে ক্রিকেটে ১৪ হাজার রানের গণ্ডি পেরিয়ে যান কোহলি। ভাঙেন শচীন তেণ্ডুলকরের ১৯ বছরের রেকর্ড। ৩৫০টি ম্যাচ খেলে একদিনের ম্যাচে ১৪ হাজার রান ঝুলিতে ভরেছিলেন মাস্টার ব্লাস্টার। সেখানে বিরাট এই মাইলস্টোন ছুঁয়ে ফেললেন ২৮৭ ইনিংসেই। এর পাশাপাশি বিশ্বের তৃতীয় ব্যাটার হিসেবে ১৪ হাজার রান টপকানোর নজিরও গড়লেন কোহলি। এর পর আসে সেই মাহেন্দ্রক্ষণ, যেখানে একই সঙ্গে পূরণ হয় ভারতের জয়ের লক্ষ্য এবং কোহলির সেঞ্চুরি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এটাই তাঁর প্রথম সেঞ্চুরি এবং পাকিস্তানের বিরুদ্ধে চতুর্থ। ওয়ানডে-তে ৫১টি সেঞ্চুরি এবং সবমিলিয়ে ৮৩টি শতরানের মালিক সঙ্গে সঙ্গে ঢুকে পড়েন নতুন রেকর্ডের তালিকায়। বিশ্বের একমাত্র ব্যাটার হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফি (২০২৫), এশিয়া কাপ (২০১২ ও ২০২৩) এবং ওয়ানডে বিশ্বকাপে (২০১৫) পাকিস্তানের বিরুদ্ধে শতরানের নজির গড়ে ফেললেন তিনি। ম্যাচ শেষে বলছিলেন, “মনে মনে বলছিলাম, নিজের ১০০ শতাংশ দেব। আসলে মাথা ঠান্ডা রেখে খেলা চালিয়ে গেলে, তা ঠিক ক্লিক করবে।” শুধু নিজেকে নয়, এভাবেই যেন আগামী প্রজন্মকে বিরাট সাফল্যের মন্ত্র শিখিয়ে দিলেন।

তবে শুধু ব্যাট হাতেই নয়, ফিল্ডার হিসেবেও এদিন নয়া রেকর্ডের মালিক হয়ে গেলেন কোহলি। ভারতীয় হিসেবে সর্বোচ্চ ১৫৮টি ক্যাচ ধরলেন তিনি। সবমিলিয়ে রবিবারের দুবাইয়ে বিরাট শোয়ে পয়সা উসুল সমর্থকদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *