সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি ভারতের অন্যতম সেরা অধিনায়ক। ক্রিকেট ছাড়ার পর ধারাভাষ্যকার, প্রশাসক এবং পরবর্তীতে মেন্টরের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। এবার প্রথমবারের মতো কোচ হিসাবে দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। যা নিয়ে দক্ষিণ আফ্রিকায় বেশ উন্মাদনাও রয়েছে। আর প্রোটিয়া কিংবদন্তি অ্যালান ডোনাল্ড মনে করেন, সৌরভের ক্রিকেটীয় মস্তিষ্ক প্রিটোরিয়া ক্যাপিটালসকে সাফল্য দেবে।
তিনি বলছেন, “সৌরভের ক্রিকেটীয় মস্তিষ্ক অত্যন্ত ক্ষুরধার। কোনও সন্দেহ নেই যে ওর অভিজ্ঞতা প্রিটোরিয়ায় কাজে লাগবে। দল খুব শক্তিশালী হয়েছে। তাছাড়া দলটার অনেক সমর্থক রয়েছে। প্রতিটা ম্যাচে স্টেডিয়াম ভরে যাবে।” তিনি আরও বলছেন, “প্রিটোরিয়া সুপারস্পোর্ট পার্কে অনেক লোক খেলা দেখতে আসে। আমার মনে হয়, প্রিটোরিয়ার লোকেরা অনেক কিছু আশা করছে। সৌরভের উপর তার জন্য চাপ থাকবে ঠিকই। তবে আমি তো ওকে চিনি। ও ঠিক একটা দারুণ পরিকল্পনা নিয়ে হাজির হবে।”
২০১২ সালে সৌরভ যখন পুণে ওয়ারিয়ার্সে ছিলেন, তখন কোচ হিসেবে ছিলেন ডোনাল্ড। তার আগে তো বহুবার বোলিংও করেছেন। তিনি বলছেন, “সৌরভের অনেক অভিজ্ঞতা। এখন সব দায়িত্ব ওর। এর আগে দিল্লি ক্যাপিটালসের মেন্টর ছিল। সেই দলে যারা ছিল, তারা সৌরভের দর্শন জানে। তাছাড়া এই ধরনের টুর্নামেন্ট, যেখানে সময় কম থাকে, সেখানে প্লেয়ারদের সামলানো খুব গুরুত্বপূর্ণ কাজ।”
সৌরভের প্রিটোরিয়া ক্যাপিটালস যথেষ্ট শক্তিশালী দল হয়েছে। ২২ বছর বয়সি বিধ্বংসী প্রোটিয়া ডেওয়াল্ড ব্রেভিসকে ১৬.৫ মিলিয়ন র্যান্ড অর্থাৎ ৮.৩১ কোটি টাকায় কিনে নিল প্রিটোরিয়া ক্যাপিটালস। এছাড়া তাঁর দলে আছেন আন্দ্রে রাসেল। সৌরভকে নিয়ে আশাবাদী গ্রেম স্মিথও। তিনি বলেছিলেন, “গত বছর জোনাথন ট্রট এই দলের কোচ ছিলেন। ‘দাদা’র মতো একজনকে কোচ পাওয়াটা রোমাঞ্চকর। দাদা নিজের মতো করেই এখানে কাজ করবে। গত বছর দিল্লি ক্যাপিটালসের সেরা বছর ছিল না। তবে আমি নিশ্চিত যে, নিলামে এমন একটা দল তৈরি হবে, যারা ওর কোচিংয়ে ভালো খেলবে। আশা করি, সফল হবে সৌরভ।”