কোস্ট গার্ডের উদ্যোগে রাজ্যে আয়োজিত হল অস্ত্র প্রশিক্ষণ শিবির ‘হোসিয়ার-২৫’

কোস্ট গার্ডের উদ্যোগে রাজ্যে আয়োজিত হল অস্ত্র প্রশিক্ষণ শিবির ‘হোসিয়ার-২৫’

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোস্ট গার্ড জেলা সদরদপ্তর (পশ্চিমবঙ্গ)-এর উদ্যোগে হলদিয়ায় আয়োজিত হল বার্ষিক অস্ত্র প্রশিক্ষণ শিবির। ‘হোসিয়ার-২৫’ নামে এই প্রশিক্ষণ শিবির চলে ২৬ থেকে ৩০ মে পর্যন্ত। ভারতীয় কোস্ট গার্ডের কলকাতা, হলদিয়া এবং ফ্রেজারগঞ্জ শাখা অংশ নেয় এই প্রশিক্ষণ শিবিরে।

এই প্রশিক্ষণ শিবিরে প্রতিকূল পরিস্থিতিতে কী করনীয়, বন্ধুত্বপূর্ণ সহযোগিতা ও অস্ত্র পরিচালনার খুঁটিনাটি সেখানো হয় অংশগ্রহণকারীদের। পাশাপাশি এই প্রশিক্ষণ শিবিরের অন্যতম আকর্ষণ ছিল সিআইএসএফের সঙ্গে যৌথভাবে কৌশলগত অভিজ্ঞতা ভাগ করে নেওয়া। এছাড়াও প্রশিক্ষণের অংশ হিসেবে ছিল ব্যারাকপুর রেঞ্জে লাইভ ফায়ারিং, মাস্কেটিয়ার প্রতিযোগিতা এবং নাবিকদের সাথে নৌবাহিনীর কার্যপ্রক্রিয়া খতিয়ে দেখা। পাশাপাশি নৌবাহিনীর ক্রুদের দক্ষতা বৃদ্ধি, সমুদ্রসীমায় এক্সক্লুসিভ ইকোনোমিক জোন (ইইজেড)-এর নিরাপত্তায় কোস্ট গার্ডের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে চলে এই প্রশিক্ষণ।

দক্ষতার সঙ্গে মহড়া চালানোর পাশাপাশি সিআইএসএফের শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়‘হোসিয়ার-২৫’ শিবিরে। ভারতীয় কোস্ট গার্ডের এই প্রশিক্ষণ শিবিরের মূল উদ্দেশ্য ছিল দলের মধ্যে একজোট হয়ে কাজ করার প্রবণতা বৃদ্ধির পাশাপাশি, স্বদক্ষতায় সমস্ত কিছু পরিচালনা ভারতীয় কোস্ট গার্ডের জওয়ানদের মধ্যে কমান্ড ও কন্ট্রোল অর্ডার পালনের প্রবণতা বাড়ানো। ‘আমরা রক্ষক’ এই মানসিকতা যাতে আরও দৃঢ় হয় জওয়ানদের মধ্যে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *