সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোয়াড বৈঠকে যোগ দিতে চার দিনের আমেরিকা সফরে যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। রবিবারই বৈঠকে যোগ দেওয়ার জন্য মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন। রুবিওর ডাকে সাড়া দিয়েই সোমবার আমেরিকার উদ্দেশে রওনা দেবেন জয়শংকর। সূত্রের খবর, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একাধিক সমস্যা নিয়ে আলোচনা হবে এই বৈঠকে। পাশাপাশি, এই অঞ্চলে চিনা আগ্রাসন নিয়েও ফের একবার সোচ্চার হতে পারেন জয়শংকর। মঙ্গলবার ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে এই বৈঠকটি।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]