কোভিডের পর থেকে জীবন বিপন্ন, নতুন ছবিতে কোন যন্ত্রণার কথা তুলে ধরবেন সব্যসাচী?

কোভিডের পর থেকে জীবন বিপন্ন, নতুন ছবিতে কোন যন্ত্রণার কথা তুলে ধরবেন সব্যসাচী?

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোট পর্দায় জনপ্রিয় মুখ সব্যসাচী চৌধুরী। ছোট পর্দার গণ্ডি পেরিয়ে এবার বড় পর্দায় পা রাখবেন তিনি ইতিমধ্যেই এ কথা জানেন তাঁর অনুরাগীরা। বরাবরের মতো সব্যসাচী তাঁর সেই ‘সিগনেচার’ চরিত্র সাধক বামাক্ষ্যাপা রূপে ধরা দেবেন দর্শকের সামনে, সায়ন্তন ঘোষালের পরিচালনায়। তবে তার মাঝেই খবর ছোট পর্দা ও পূর্ণ দৈর্ঘ্যের ছবিতে কাজ করার পাশাপাশি এবার স্বল্প দৈর্ঘ্যের ছবিতে দেখা যাবে সব্যসাচী চৌধুরীকে।

একেবারে অন্যরকম চরিত্রে দেখা যাবে তাঁকে। শিল্পীর চাকুরিরতা স্ত্রী একাই সংসারের জোয়াল টানবে এ যেন মেনে নিতে পারে না সব্যসাচী অভিনীত চরিত্রটি। তাই সে স্ত্রীকে লুকিয়ে শুরু করে নতুন কাজ। যা প্রথমে তাঁর স্ত্রী না জানতে পারলেও পরে জানতে পারে এভবং সেখান থেকেই শুরু হয় তাঁদের দাম্পত্য জীবনে নানা টানাপোড়েন। এই ছবিতে নাট্যকারের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন পূজা সরকার। এ আগেও সব্যসাচী ও পূজা একসঙ্গে কাজ করেছেন ‘ভাগাড়’ ওয়েব সিরিজে।

স্বল্প দৈর্ঘ্যের এই ছবিতে নিজের চরিত্র নিয়ে সব্যসাচী বলেন, “ছোট ছবিতে অভিনয় করার সুযোগ তো খুব বেশি হয় না, তাই এই সুযোগ পেয়ে বেশ ভালই লাগছে। তারপর যখন চরিত্রটা শুনলাম, চিত্রনাট্য পড়লাম, কাজ করার ইচ্ছেটা বেড়ে গেল। পূজার সঙ্গেও অনেক দিন পর আবার জুটি বেঁধে কাজ করছি। টিমের অনেককেই আগে থেকে আমি চিনতাম। পরিচিত মানুষদের সঙ্গে কাজ করতে বরাবর ভালোই লাগে।” অন্যদিকে পূজা এর আগে ‘খাকি দ্য বেঙ্গল’, ‘চেঙ্গিস’, ‘ফেলুবক্সী’ এবং আরও ছবিতে অভিনয় করেছেন। ‘দর্শক’ মুক্তি পাচ্ছে ৩০ জুলাই ইউটিউবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *