‘কোন অধিকারে বিএসএফ পুশ ব্যাক করছে?’, ভিনরাজ্যে বাঙালি শ্রমিক ‘হেনস্তা’য় প্রশ্ন ফিরহাদের

‘কোন অধিকারে বিএসএফ পুশ ব্যাক করছে?’, ভিনরাজ্যে বাঙালি শ্রমিক ‘হেনস্তা’য় প্রশ্ন ফিরহাদের

রাজ্য/STATE
Spread the love


সুমন করাতি, হুগলি: ভিনরাজ্যে বাঙালি হেনস্তার অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। এই আবহে ফের বাঙালি অস্মিতায় শান রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের। বুধবার হুগলির চণ্ডিতলায় আমাদের পাড়া আমাদের সমাধান শিবির পরিদর্শনে গিয়ে কেন্দ্রের বিরুদ্ধেও তোপ দাগেন তিনি।

ফিরহাদ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প সাধারণ মানুষ, বঞ্চিত মানুষ, দরিদ্র মানুষের সহায়তার জন্য সেটা বোঝার ক্ষমতা বিজেপির নেই। তারা দেশটাকে গোল্লায় পাঠিয়ে দিয়েছে। ভারতবর্ষে বাঙালির উপরে অত্যাচার করছো? তোমরা তাদের উৎখাত করছো? তাঁদের পাশে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রমশ্রী দিয়ে তাঁদের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। বাংলা ভারতবর্ষকে পথ দেখিয়েছে। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতকে পথ দেখাবে।”

কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে ফিরহাদ বলেন, “যারা কাপুরুষ তারা নিরীহ মানুষের উপর অত্যাচার করে। বাংলায় বারবার পরাজিত হয়েছে। আবকি বার দু’শো পার, হয়ে গেছে পগার পার। কখনও দাড়িওয়ালা, কখনো মোটা ভাই। তারা এসেছে মুখ থুবড়ে পড়েছে। ছোঁচা মুখ ভোঁতা হয়ে গেছে। তাই বাঙালির উপর খুব রাগ। এখানে লড়াই করে পারবে না, তাই বাংলার উপর নিরীহ মানুষদের উপর অত্যাচার করছে।”

বাংলার বাসিন্দাদের, বাংলাদেশে ‘পুশ ব্যাক’ প্রসঙ্গে ফিরহাদ বলেন, “কখনও অবৈধভাবে পুশ ব্যাক করছে। পুশ ব্যাক করার তোমরা কে? যদি মনে হয় বাংলাদেশি তার জন্য কোর্ট আছে। বিএসএফের অধিকার আছে পুশব্যাক করার? উপর অত্যাচার করছ কেন? জল বন্ধ করে দিচ্ছো? আদালতে নির্দেশ ছাড়া এসব কেন করছ? এর প্রতিবাদ বাংলায় হচ্ছে।” উল্লেখ্য, এর আগে মালদহের কালিয়াচকের শ্রমিককে বাংলাদেশ ‘পুশ ব্যাক’ করার অভিযোগ ওঠে। কলকাতা হাই কোর্টের নির্দেশে দীর্ঘ দু’মাস পর আমিরকে ফিরিয়ে দেয় বিএসএফ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *