কেসিআরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছিলেন, মামলার শুনানির আগেই খুন সেই যুবক!

কেসিআরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছিলেন, মামলার শুনানির আগেই খুন সেই যুবক!

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তেলঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছিলেন, খুন হয়ে গেলেন সেই ব্যক্তি। শুধু সেরিআর নয়, আরও কয়েক জন বিআরএস নেতার বিরুদ্ধেও সেচ প্রকল্পে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ করেছিলেন এই যুবক। বৃহস্পতিবার হাই কোর্টে ছিল মামলার শুনানি। কিন্তু তার আগের দিন খুন হয়ে গেলেন তিনি। প্রশ্ন উঠছে, ক্ষমতাশালী নেতার বিরুদ্ধে মামলা করাতেই কি প্রাণ খোয়ালেন যুবক?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম এন রাজালিঙ্গ মূর্তি। ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসে যোগ দিয়েছিলেন রাজালিঙ্গ। ওই বছরের অক্টোবর মাসে তৎকালীন মুখ্যমন্ত্রী কেসিআর, সেচমন্ত্রী টি হরিশ রাও-সহ কয়েক জনের বিরুদ্ধে কলেশ্বরম সেচ প্রকল্পে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ করেন রাজালিঙ্গ। নিজের দাবির সমর্থনে নিম্ন আদালতে মামলা করেন তিনি। পরবর্তীকালে সেই মামলা হাই কোর্টে পৌঁছায়। সেই মামলারই শুনানি ছিল বৃহস্পতিবার। যদিও আদালতে পৌঁছনোর আগেই খুন হতে হল যুবককে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে তাঁর পিছু নেয় একদল দুষ্কৃতী। বাইকে চেপে আসছিলেন রাজালিঙ্গ। একাই ছিলেন তিনি। পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত পেরে ওঠেননি দুষ্কৃতীদর সঙ্গে। তাঁকে রাস্তায় ফেল কুপিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ। যদিও পুলিশের দাবি, জমি বিবাদের জেরে খুন করা হয়েছে যুবককে। রাজালিঙ্গের পরিবারের অবশ্য অভিযোগ, বিআরএস নেতার বিরুদ্ধে মামলার জেরেই তাঁকে খুন হতে হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *