বিধান নস্কর, বিধাননগর: সাতসকালে কেষ্টপুরে পথ দুর্ঘটনা। একের পর এক বাইকে ধাক্কা পিকআপ ভ্যানের। আহত ট্রাফিক এএসআই মহিলা-সহ পাঁচ। গুরুতর আহত অবস্থায় তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় আতঙ্ক এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে বাগুইআটি থেকে দমদম পার্কের দিকে যাওয়ার মুখে কেষ্টপুর সিগনালে। দ্রুত গতিতে ছুটে আসা একটি পিকভ্যান সিগন্যালে দাঁড়িয়ে থাকা একাধিক বাইকে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে রাস্তায় ছিটকে পড়ে বাইক আরোহীরা। গাড়ির তলায় চলে যায় এক বাইক আরোহী। গুরুতর আহত হন তিনি। সিগন্যালে ডিউটিরত এক ট্রাফিক পুলিশের এএসআইও আহত হয়েছেন। মোট আহত হয়েছেন পাঁচজন। তাঁদের প্রত্যেককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক গাড়িটির চালককে আটক করেছে বাগুইআটি থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে ঘাতক গাড়িটিকেও।
এক প্রত্যক্ষদর্শী বলেন, “আমরা সিগন্যালে দাঁড়িয়ে ছিলাম। পিছন থেকে পিকভ্যানটি দাঁড়িয়ে থাকা অনেকগুলি বাইকে ধাক্কা মারে। ধাক্কায় একজন গাড়ির তলায় চলে যায়। পাঁচজন মতো আহত হয়েছেন।” কী করে দুর্ঘটনা ঘটল? পিকআপ ভ্যানটির চালক মদ্যপ অবস্থায় ছিলেন কি না তা দেখছে পুলিশ। না কি অন্য কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ।