স্টাফ রিপোর্টার: স্নাতকে ভর্তি প্রক্রিয়া দেরি হওয়ায় রাজ্যের ছেলেমেয়েরা ভিন রাজ্যে পাড়ি দেবে বলে রব উঠেছিল। কিন্তু, পোর্টাল খুলতেই উল্টো ছবি। এবছর পোর্টালের মাধ্যমে ভিন রাজ্যের প্রায় দুই হাজার ছাত্রছাত্রী বাংলায় ভর্তি হতে চেয়ে আবেদন করেছেন। গত বছর ভিন রাজ্য থেকে ৫০০ জন ভর্তির জন্য আবেদন করেছিলেন। এদিকে এবার পোর্টালের মাধ্যমে ভর্তির সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে বায়োলজি, বাংলা, ইংরাজি ও কর্মাসের।
বৃহস্পতিবার পর্যন্ত পোর্টালের রেজিস্ট্রেশন করেছেন ৩ লক্ষ ৭ হাজার ১২২ জন। উচ্চশিক্ষা দপ্তর সূত্রের খবর, কেরল, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, গুজরাত, মহারাষ্ট্র, ওড়িশা, অসম, বিহার, ঝাড়খণ্ড, মণিপুর এবং উত্তরপ্রদেশের ছেলেমেয়েরা পশ্চিমবঙ্গের কলেজগুলিতে স্নাতকে ভর্তির জন্য আবেদন করছেন। বস্তুত বলা চলে, কার্যত সর্বভারতীয় স্তরে পৌঁছে গেল বাংলার কলেজে ভর্তির অনলাইন পোর্টাল। ভিন রাজ্যের ছেলেমেয়েদের পশ্চিমবঙ্গে পড়াশোনার আগ্রহ বেড়ে যাওয়া নিয়ে দপ্তরের এক আধিকারিক জানান, রাজ্যের সরকারি কলেজগুলিতে পড়াশোনার খরচ অন্য রাজ্য থেকে অনেকটা কম। অন্য রাজ্যে সরকারি কলেজের সংখ্যাও কম। পশ্চিমবঙ্গে সরকারি কলেজ অনেক বেশি অন্য রাজ্যের তুলনায়। তাছাড়া পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে পোর্টালের মাধ্যমে সারা দেশের ছেলেমেয়েরা ভর্তির সুযোগ পান। এই সুবিধা নেই অন্য রাজ্যে।
আশুতোষের মতো কলকাতার নামী কলেজগুলিতে দেদার ভর্তির আবেদন পড়ছে। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত আশুতোষ কলেজে প্রায় ৩৯ হাজার ভর্তির আবেদন জমা পড়েছে। এই কলেজে সবচেয়ে বেশি ভর্তির আবেদন জমা পড়েছে ইংরেজি বিষয়ের। বাংলা বিষয়েরও ভাল আবেদন জমা পড়েছে। বৃহস্পতিবার সন্ধে পর্যন্ত ভর্তির পোর্টালে মোট আবেদন জমা পড়েছে ১২ লক্ষ ৭৫ হাজার ৭০৯টি। ওয়েবসাইট ভিজিট করেছেন ২২ লক্ষ ৩৭ হাজার ৯১৬ জন। রাজ্য থেকে আবেদন জমা পড়েছে ২ লক্ষ ৪৯ হাজার ৮৫৫টি।