কেন্দ্রীয় অর্থ না মেলায় জল জীবন মিশন প্রকল্পে বাধা! অতিরিক্ত অর্থ বরাদ্দ করল রাজ্য

কেন্দ্রীয় অর্থ না মেলায় জল জীবন মিশন প্রকল্পে বাধা! অতিরিক্ত অর্থ বরাদ্দ করল রাজ্য

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


মলয় কুন্ডু: কেন্দ্রীয় বরাদ্দের অর্থ কম মেলায় বাধা পাচ্ছে রাজ্যবাসীর বাড়ি-বাড়ি পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ। ২০২৫ সালের মধ্যে জল জীবন মিশনের কাজ শেষ করে ফেলার লক্ষ‌্য থাকলেও কেন্দ্রীয় বরাদ্দ মিলছে না বলে অভিযোগ নবান্নর। তাই রাজ‌্য তার ভাঁড়ার থেকেই অতিরিক্ত অর্থ ব‌্যয় করে প্রকল্পের কাজ দ্রুত গতিতে শেষ করতে চাইছে।

প্রতিটি গ্রামীণ পরিবারে নলবাহিত পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে ২০১৯ সালে এই প্রকল্প শুরু হয়। এ রাজ্যে তা শুরু হয়েছিল ২০২০ সালের মাঝামাঝি। ২০২১ সাল থেকে প্রকল্পের কাজ গতি পায় রাজ্যে। নিয়ম অনুযায়ী, জল জীবন মিশন প্রকল্পে মোট খরচের ৬০ ভাগ দেওয়ার কথা কেন্দ্রের এবং বাকি ৪০ ভাগ অর্থ রাজ্যের দায়িত্বে।

জনস্বাস্থ‌্য কারিগরি দপ্তরের হাতে থাকা এই প্রকল্পে ২০২৪-২৫ অর্থবর্ষে কেন্দ্রীয় শেয়ারের বাজেটে ধরা ৫,০৪৯.৯৮ কোটি টাকার মধে‌্য বরাদ্দ হয়েছে মাত্র ২,৫২৪.৯৯ কোটি টাকা। অর্থাৎ, মাত্র অর্ধেক টাকা বরাদ্দ করেই দায় সেরেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু রাজ‌্য সরকার তার শেয়ারের বাজেট হিসাবে ধরেছিল ৪,৯৯০.৫২ কোটি টাকা। যার মধ্যে এখনও পর্যন্ত বরাদ্দ করেছে ৩,৭৫৭.৪৫ কোটি টাকা। কেন্দ্রীয় অর্থ না মেলার জেরে প্রকল্পের কাজ বাধা পাচ্ছে। দপ্তর সূত্রে খবর, এমন অবস্থায় রাজ‌্য কেন্দ্রীয় শেয়ারের বাইরে অতিরিক্ত ১,২৯১.৩৮ কোটি টাকা এখনও পর্যন্ত বরাদ্দ করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *