সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লর্ডস টেস্টে সামান্যের জন্য হেরে গিয়েছে শুভমান গিলের ভারত। চারটে দিন চালকের আসনে থেকেও শেষ দিনে কিস্তিমাত করেছেন ইংরেজরা। ১-২ ব্যবধানে সিরিজে পিছিয়ে পড়ার পর অনেকেই ভারত অধিনায়ক গিলের আগ্রাসী মনোভাবের সমালোচনা করছেন। এই পরিস্থিতিতে শুভমানের পাশে দাঁড়িয়ে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেছেন, কেউই প্রথম থেকে ভালো অধিনায়ক হয়ে যায় না। তাঁকে সময় দিতে হয়।
লর্ডসে ইংল্যান্ড যখন দ্বিতীয় ইনিংস শুরু করে, তৃতীয় দিনের খেলা শেষ হতে বাকি মাত্র ৭ মিনিট। প্রত্যাশামতোই শুভমান গিল বল তুলে দেন জশপ্রীত বুমরাহর হাতে। দু’টো বল যেতে না যেতেই দেখা যায় দুই ইংরেজ ব্যাটার বেন ডাকেট, জ্যাক ক্রলিরা নানান বাহানায় সময় নষ্ট করছেন। দিনের শেষদিকে নতুন বলের সুইং সামলানোটা যে কোনও ব্যাটারের পক্ষেই কঠিন। সে কারণেই কোনওভাবে দ্বিতীয় ওভার বল করার সময় যাতে ভারত না পায়, ইংরেজ ব্যাটাররা সেই চেষ্টাই করছিলেন। এ ঘটনায় রীতিমতো তেতে ওঠেন ভারত অধিনায়ক গিল। চূড়ান্ত আগ্রাসন দেখান তিনি। শুভমানের বিরুদ্ধে অভিযোগ, ইংল্যান্ড ব্যাটারদের বিরুদ্ধে অশ্লীল শব্দ প্রয়োগ করেছেন। আর ভারত অধিনায়কের এমন আচরণকে পরাজয়ের নেপথ্য কারণ হিসেবে তুলে ধরেছেন অনেকেই। যদিও এমন মনে করেন না সৌরভ। তিনি গিলকে নিয়ে যথেষ্ট আশাবাদী।
তিনি বলেন, “ও নিজের মতো করে ঠিক সামলে নেবে। ধীরে ধীরে সব শিখে যাবে। কেউ তো আর প্রথম থেকে ভালো অধিনায়ক হয়ে যায় না। ও বার্মিংহামে দারুণ নেতৃত্ব দিয়েছে। আগামীতে আরও ভালো নেতৃত্ব দেবে। তাই ওকে আরও সময় দিতে হবে।” গিলের ব্যাটিংয়ের প্রশংসা করে মহারাজ বলেন, “ব্যাটার হিসেবে অসাধারণ পারফরম্যান্স করেছে শুভমান। দেশের বাইরে এই প্রথম ওকে এতটা ভালো খেলতে দেখেছি। প্রথমে হেডিংলিতে সেঞ্চুরি।” তারপর বার্মিংহামে পরপর দু’টো সেঞ্চুরি। প্রসঙ্গত, ৬০৭ রান করে আপাতত সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। গড় ১০১.১৬।
যদিও লর্ডসে হারের পর হতাশ হয়েছেন সৌরভও। তাঁর সংযোজন, “ভারত এই সিরিজে এখনও পর্যন্ত যেভাবে ব্যাট করেছে, তাতে সহজেই ১৯০ তাড়া করে জিততে পারত। দলের ব্যাটিং শক্তি অসাধারণ। ওরা আমার চেয়েও বেশি হতাশ হবে। কারণ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ ছিল। জয়ের জন্য কেবল দু’টি জুটির প্রয়োজন ছিল। দারুণ ব্যাটিং করেছে জাদেজা, বুমরাহ এবং সিরাজ। বাকিরাও যদি ওদের মতো লড়াই করত, ম্যাচটা জিততে পারত।” উল্লেখ্য, ২৩ জুলাই ম্যাঞ্চেস্টারে শুরু হবে চতুর্থ টেস্ট।