সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিত্য়দিনের অফিস যাওয়া হোক কিংবা কোনও অনুষ্ঠান, কুর্তির কোনও বিকল্প নেই। সালোয়ার কামিজকে কিছুটা পিছনে এগিয়ে গিয়েছে এই পোশাক। তবে অনেক মহিলাই কুর্তির সঙ্গে জিনস নাকি পালাজো কিংবা লেগিংস পরবেন, তা বুঝতে পারেন না। তার ফলে গোটা সাজটাই যেন মাটি। তাই পুজোর আগে জেনে নিন কোন ধরনের কুর্তির সঙ্গে কী পরবেন।
স্ট্রেট কাট কুর্তি
স্ট্রেট কাট কুর্তি এখন ফ্যাশনে ইন। এই ধরনের পোশাকের সঙ্গে স্কিনি জিনস অথবা লেগিংস পরতে পারেন। তাতে আরও বেশি সুন্দর হয়ে উঠবেন আপনি।
অ্যাসিমেট্রিক কুর্তি
অ্যাসিমেট্রিক কুর্তি আসলে পার্টিওয়্যার। এই পোশাকের সঙ্গে পরুন স্কিনি জিনস। পায়ে থাক হাই হিল জুতো। পুজোর দিনে এই সাজ যে আপনাকে সকলের থেকে আলাদা করে তুলবে, সে বিষয়ে সন্দেহ নেই।
হ্যান্ড এমব্রয়ডার্ড কুর্তি
পুজোর দিনের সাজগোজ সারা বছরের তুলনায় একটু বেশি জমকালো হবেই। তাই শপিং ব্যাগে অবশ্যই থাক হ্যান্ড এমব্রয়ডার্ড কুর্তি। এই ধরনের কুর্তির সঙ্গে পরুন লেগিংস। সঙ্গে কানে ঝুমকো দুল। এই ধরনের সাজপোশাক আপনাকে আরও মোহময়ী করে তুলবে।
হাইসাইড স্লিট কুর্তি
সাধারণত ১৭-১৮ বছর বয়সিরা হাইসাইড স্লিট কুর্তি পরতে পছন্দ করেন। এই ধরনের পোশাকের সঙ্গে স্কিনি কিংবা রিপড হাই ওয়েস্ট জিনস পরতে পারেন। সঙ্গে হাই হিল জুতো পরুন। দিব্যি মানাবে।
প্রিন্টেড আনারকলি কুর্তি
এই ধরনের কুর্তির সঙ্গে পরুন লেগিংস। হাই ওয়েস্ট জিনসও মন্দ লাগবে না। অবশ্যই পায়ে পরুন অল্প হিলের জুতো।
ফ্লেয়ার্ড কুর্তি
ফ্লেয়ার্ড কুর্তির সঙ্গেও লেগিংস পরাই ভালো। ঝোলা কানের দুলও পরতে পারেন। কপালে টিপ পরলেও সুন্দর মানাবে।
আংরাখা কুর্তি
এই ধরনের কুর্তির সঙ্গে স্কিনি জিনস পরতে পারেন। পালাজো পরলেও মানাবে ভালোই। হালকা গয়নাগাটিও পরতে পারেন।
এ-লাইন কুর্তি
অ্যাঙ্কেল লেন্থ জিনস এবং হাই হিলের জুতোর সঙ্গে পরুন এ-লাইন কুর্তি। সঙ্গে ব্রেসলেট, ছোট্ট লকেটওয়ালা হার এবং কানের দুন পরুন। পুজোর ভিড়ে এই সাজেই হয়ে উঠুন অনন্য়া।
কাফতান কুর্তি
কাফতান কুর্তি এখন ফ্যাশনে ইন। এই ধরনের পোশাকের সঙ্গে জিনস পরতে পারেন।
কলমকারি ম্যাক্সি ড্রেস কুর্তি
কলমকারি ম্যাক্সি ড্রেস কুর্তির সঙ্গে বেছে নিন স্কিনি কিংবা রিপড জিনস। কানে ঝুমকো আর পায়ে থাক হাই হিলের জুতো।
শ্রাগ কুর্তি
পুজোয় রাত জেগে ঠাকুর দেখতে বেরবেন? পরনে থাক শ্রাগ কুর্তির। এই পোশাকের সঙ্গে লেগিংস পরুন।
পুজোর আর বেশি দেরি নেই। তাই সপ্তাহান্তে কেনাকাটি করতে বেরিয়ে পড়ুন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন