সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর নিয়ে গর্জে উঠেছিলেন, এবার শহর কলকাতার প্রতি প্রেম জাহির কারলেন টুইঙ্কল খান্না (Twinkle Khanna)। কলকাতায় ঝটিকা সফরে এসেছিলেন। তবে হাতে সময় কম থাকলেও কাজের পাশাপাশি তিলোত্তমার ইতি-উতি ঘুরে দেখেছেন লেখিকা তথা অভিনেত্রী।
বৃহস্পতিবার আচমকাই পৌঁছে গেলেন কুমোরটুলিতে। সেখানকার মৃৎশিল্পীদের সঙ্গে দিব্যি আড্ডা দিয়ে ডাকের সাজের খান কয়েক গয়নাও কিনলেন টুইঙ্কল খান্না। তিলোত্তমা সফরের এই সুন্দর মুহূর্ত নিজেই সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন অক্ষয়পত্নী। সেখানেই দেখা গেল, কুমোরপাড়ার অলি-গলিতে ঢুঁ মারার পাশাপাশি তাঁর ক্যামেরায় ধরা দিয়েছে শিল্পীদের প্রতিমা গড়ার বিভিন্ন মুহূর্ত। টুইঙ্কল জানালেন, “কলকাতায় দুটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলাম। তাই ভাগ্যক্রমে কুমোরটুলিতে সময় কাটাতে পারলাম। যেখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে মৃৎশিল্পীরা দুর্গা প্রতিমা গড়ে আসছেন। সেখান থেকে বেশ কয়েকটা শোলার কারুকার্য করা গয়না কিনলাম। বহু বছর ধরে এই মৃৎশিল্পীদের গল্প শুনি। আর এবার এসে ওঁদের সঙ্গে আড্ডা দিলাম।”
অভিনেত্রী-লেখিকার পোস্ট করা ভিডিওতে দেখা গেল, পরনে নীল জিন্স এবং নীল ব্লেজার। হাসিমুখে কুমোরপাড়ায় দাঁড়িয়ে ক্যামেরায় পোজ দিয়েছেন তিনি। কলকাতায় এসে হ্যান্ডলুম শাড়িও যে তিনি কিনেছেন, সেকথাও জানালেন টুইঙ্কল খান্না। পাশাপাশি অনুরাগীদের উদ্দেশে অক্ষয়পত্নীর প্রশ্ন, “ঘুরতে গিয়ে কোন জিনিসটা কেনা থেকে নিজেকে বিরত রাখতে পারেন না?” এদিকে পড়ন্ত শীতের বেলায় বলিউড অভিনেত্রীকে পেয়ে বেশ উচ্ছ্বসিত কুমোরটুলির মৃৎশিল্পীরাও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন