‘কীসের ভিত্তিতে তালিকা?’ নাম দেখেই SSC-কে চ্যালেঞ্জ তৃণমূল নেতার ছেলের

‘কীসের ভিত্তিতে তালিকা?’ নাম দেখেই SSC-কে চ্যালেঞ্জ তৃণমূল নেতার ছেলের

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


অর্ণব দাস, বারাসত: সুপ্রিম কোর্টের নির্দেশ শনিবার সন্ধ্যায় অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। সেই তালিকায় নাম রয়েছে বারাসাত এক নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ ইছা সর্দারের ছেলেরও। ইছা বারাসাত এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতিও। ফলে তাঁর ছেলের নাম অযোগ্যদের তালিকায় আসতেই শুরু হয়েছে বিতর্ক। যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি ওই তৃণমূল নেতা।

ওই নেতা নিজে কিছু না বললেও তাঁর ছেলে মহম্মদ নিজামুল্লাহ কার্যত স্কুল সার্ভিস কমিশনের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তাঁর প্রশ্ন, ”এসএসসি কীসের ভিত্তিতে লিস্ট প্রকাশ্যে আনল?” এই বিষয়ে আদালতে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন নিজামুল্লাহ।

শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সাতদিনের মধ্যেই সেই তালিকা প্রকাশ করতে হবে বলেও জানায় সর্বোচ্চ আদালত। তালিকা যে শনিবারই প্রকাশ করা হবে তা সুপ্রিম কোর্টকে জানায় এসএসসিও। সেই মতো শনিবার রাতেই সেই তালিকা প্রকাশ্যে আনে এসএসসি। যেখানে প্রায় ১৮০৬ জন অযোগ্যের নাম রয়েছে। রয়েছে নাম, রোল নম্বর এবং সিরিয়াল নম্বর। এই তালিকা ঘিরেই শুরু যাবতীয় বিতর্ক। তালিকায় নাম রয়েছে শাসকদলের নেতা এবং তাঁদের ঘনিষ্ঠদেরও। যদিও তালিকায় নাম থাকা অনেকেই নিজেদের যোগ্য বলেই দাবি করেছেন। তাৎপর্যপূর্ণভাবে যদিও অযোগ্যদের তালিকায় রয়েছে ইছা সর্দারের ছেলে মহম্মদ নিজামুল্লাহের নামও।

এই প্রসঙ্গে ইশা বলেন, ”এসএসসি কোন তথ্য দেখে তাঁদেরকে অযোগ্য ঘোষণা করল? আদালতে কমিশন বারবার বলেছে ওএমআর শিট নষ্ট হয়ে গিয়েছে। তাহলে কীসের ভিত্তিতে অযোগ্যদের এই তালিকা?” এই বিষয়ে আদালতের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন মহম্মদ নিজামুল্লাহ। অন্যদিকে ছেলের না অযোগ্যদের তালিকায় আসার পরেই কার্যত দিশেহারা তৃণমূল নেতা। একেবারে মুখে কুলূপ এঁটেছে তৃণমূল কংগ্রেসের সভাপতি। শুধু জানিয়েছেন, ”হাইকোর্ট সুপ্রিম কোর্ট বিষয়টি দেখছে এ বিষয়ে আমি কোন মন্তব্য করব না।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *