ইস্টবেঙ্গল: ৬ (আহদাদ, বিপিন, আনোয়ার, রশিদ, ক্রেসপো, ডেভিড)
ইন্ডিয়ান এয়ারফোর্স: ১ (আমন)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডুরান্ডে রবিবাসরীয় সন্ধ্যায় নিয়মরক্ষার ম্যাচে এয়ারফোর্সের হারিয়ে ছন্দ ধরে রাখাই লক্ষ্য ছিল ইস্টবেঙ্গলের। কিশোরভারতী স্টেডিয়ামে সেই লক্ষ্য সফল করে ৬-১ ব্যবধানে জয়ী হলেন অস্কার ব্রুজোর ছেলেরা। যদিও তাঁর দলের ফুটবলাররা প্রথমার্ধে যেভাবে গোলের সুযোগ নষ্ট করলেন, তা নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়তে পারে ইস্টবেঙ্গল কোচের।
২ মিনিটের মধ্যেই এগিয়ে যেতে পারত লাল-হলুদ। জোড়া কর্নার থেকে জোড়া সুযোগ তৈরি করেছিলেন আহদাদরা। দুই ক্ষেত্রেই পরিত্রাতার ভূমিকায় এয়ারফোর্স গোলকিপার শিবিন রাজ। ৬ মিনিটে হামিদ আহদাদের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল।
এরপর অবশ্য চলে গোল মিসের মহড়া। গোল লাইন সেভ থেকে এয়ারফোর্স গোলকিপারকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন লাল-হলুদ ফুটবলাররা। ১৫ মিনিটের মধ্যে অন্তত তিন গোলে এগিয়ে যেতে পারত তারা। যদিও ভূরি ভূরি সুযোগ নষ্টের মধ্যেও উজ্জ্বল বিপিন সিং। গোলকিপারকে কাটিয়ে দৃষ্টিনন্দন গোল করেন তিনি। তবে খেলার গতির বিরুদ্ধে গিয়ে আমন খানের গোলে ব্যবধান কমায় এয়ারফোর্স। প্রথমার্ধ শেষ হয় ইস্টবেঙ্গলের পক্ষে ২-১ অবস্থায়।
দ্বিতীয়ার্ধের শুরুতেই সুযোগ চলে আসে ইস্টবেঙ্গলের সামনে। সুবিধাজনক জায়গা থেকেও বাইরে মেরে বসেন এডমুন্ড। ৫৬ মিনিটে বিপিন সিংয়ের ক্রস আহদান উড়ে গিয়ে হেড দিলেও বল ছিল না গোলের মধ্যে। ৬৩ মিনিটে আনোয়ার আলির হেডে ব্যবধান বাড়ায় ইস্টবেঙ্গল। ৬৭ মিনিটে দূরপাল্লার শট ইস্টবেঙ্গলকে চতুর্থ গোলের স্বাদ পাইয়ে দেন পরিবর্ত হিসেবে নামা বাসিম রশিদ। ৮৪ মিনিটে ক্রেসপো ৫-১ গোলে এগিয়ে দেন মশাল বাহিনীকে। ৯১ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে ষষ্ঠ গোল ডেভিডের। ডুরান্ডে লিগ পর্যায়ের ম্যাচগুলিতে সব মিলিয়ে ১২ গোল করে আত্মবিশ্বাসে টইটম্বুর হয়ে কোয়ার্টার ফাইনালে নামবেন অস্কার ব্রুজোর ছেলেরা।