কিবুর ডাকেই ক্লেটন ডায়মন্ড হারবারে, আই লিগের প্রস্তুতির জন্য নজরে ডুরান্ড কাপ

কিবুর ডাকেই ক্লেটন ডায়মন্ড হারবারে, আই লিগের প্রস্তুতির জন্য নজরে ডুরান্ড কাপ

রাজ্য/STATE
Spread the love


স্টাফ রিপোর্টার: চূড়ান্ত লক্ষ্য আই লিগ জিতে আগামী বছর দলকে আইএসএলের মঞ্চে তুলে আনা। আর সেই লক্ষ্যপূরণের মহরতটা ডুরান্ড কাপ দিয়েই শুরু করতে চাইছে ডায়মন্ড হারবার এফসি। কোচ কিবু ভিকুনা থেকে ক্লাবের প্রথম বিদেশি ক্লেটন সিলভেইরা, প্রত্যেকের নজরে এখন শতাব্দীপ্রাচীন এই প্রতিযোগিতা।

এতদিন ভারতীয় ফুটবলে যেসব স্তরে খেলেছে ডায়মন্ড হারবার, সেখানে বিদেশি ফুটবলার খেলানোর সুযোগ ছিল না। আই লিগে উঠে আসার পর প্রথমবার কোনও বিদেশি ফুটবলারকে দলে নিয়েছে তারা। সরকারি ঘোষণা অনুযায়ী, ক্লেটনই ক্লাবের ইতিহাসে প্রথম বিদেশি। মালয়েশিয়ার পেরাক এফসি থেকে আসা এই ব্রাজিলীয় ফরোয়ার্ডের লক্ষ্য ভারতে নিজের প্রথম মরশুমটা স্মরণীয় করে রাখা। আর তাঁর কাছে লক্ষ্যপূরণের প্রথম স্টেশন ডুরান্ড কাপ। “ডুরান্ডে গ্রুপে তিনটে ভালো প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে হবে আমাদের। প্রাথমিকভাবে আমাদের লক্ষ্য ফাইনালে ওঠা। সেটা করতে পারলে ট্রফি জেতার চেষ্টা করব। কাজটা সহজ নয়। তবে আমি নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করতে চাই। গোল করা, অ্যাসিস্ট করা, সতীর্থদের সঙ্গে বোঝাপড়া তৈরি করাই আমার লক্ষ্য,” বলে দিয়েছেন ক্লেটন।

এই শহরে যে তাঁর সমনামী এক ব্রাজিলীয় খেলে গিয়েছেন, বিলক্ষণ জানেন ডায়মন্ড হারবারের এই ফরোয়ার্ড। আসলে কলকাতায় আসার আগে তিনি ভারতীয় ফুটবল নিয়ে রীতিমতো খোঁজখবর নিয়েছেন এদেশে খেলে যাওয়া স্বদেশি ফুটবলারদের থেকে। তাঁদের থেকে পাওয়া অনুঘটকের কাজ করেছে বছর উনত্রিশের ক্লেটনের সিদ্ধান্তে। আরও একটা বিষয় ক্লেটনকে নিয়ে এসেছে ডায়মন্ড হারবারে। কোচ কিবুর সঙ্গে কথা বলেই ভারতে আসার সিদ্ধান্ত নেন তিনি। বলছিলেন, “ডায়মন্ড হারবারের পরিকল্পনা আমার বেশ পছন্দ হয়েছে। বিশেষত কোচ আমাকে বিষয়টি ভালোমতো বুঝিয়ে দিয়েছেন। কোচের সঙ্গে কথা বলার পরই আমি এখানে আসার সিদ্ধান্ত নিয়েছি। কিবু খুবই ভালো কোচ। অনেক গুরুদায়িত্ব সামলেছেন।” আবার ক্লেটনের ‘সিভি’ যে বেশ পছন্দ হয়েছে তাঁর, সেকথা গোপন করেননি কিবুও। স্প্যানিশ হেডস্যরের কথায়, “ক্লেটনের সিভি দুর্দান্ত। ব্রাজিলে ভালো ভালো সব ক্লাবে খেলেছে। জাতীয় অনূর্ধ্ব-২৩ দলে খেলেছে, ছ’ম্যাচে চারটে গোলও করেছে। তাছাড়া মালয়েশিয়ার লিগ এশিয়ার অন্যতম সেরা। সেখানে ও অনেক গোল করেছে। ফলে ওর মধ্যে সম্ভাবনা আছে। আপাতত ভারতের মাটিতে মানিয়ে নেওয়ার জন্য সময় দিতে হবে। তবে ও দলে আসার আমি সত্যিই খুশি।” ডুরান্ডের জন্য ইতিমধ্যেই অনুশীলন শুরু করেছে ডায়মন্ড হারবার। যদিও ক্লেটন ছাড়া আর কোনও বিদেশি আসেননি। কিবু জানিয়েছেন, বাকিদের দ্রুত নিয়ে আসার চেষ্টা করছে দল।

তবে আপাতত কিবুর প্রধান চ্যালেঞ্জ নতুনভাবে দল তৈরি করা। কারণ নতুন মরশুমে আই লিগের কথা মাথায় রেখে বিদেশিদের পাশাপাশি একঝাঁক নতুন ফুটবলার দলে নিয়েছে ডায়মন্ড হারবার। সিনিয়র দলের কোচ ও রিজার্ভ দলের টিডি হিসাবে আসন্ন মরশুমের জন্য সেরা স্কোয়াডটা বেছে নেওয়ার উপর আপাতত জোর দিচ্ছেন কিবু।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *