সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিছক দুর্ঘটনা নয়। নেপথ্যে থাকতে পারে ষড়যন্ত্রও। তামিলনাড়ুর কারুরে অভিনেতা বিজয়ের জনসভায় পদপিষ্টের ঘটনার নেপথ্যে গোলমালের গন্ধ পাচ্ছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। বিজয় নিজেও এর নেপথ্যে ডিএমকের হাত দেখছেন।
গত শনিবার তামিলনাড়ুর কারুরে অভিনেতা বিজয়ের রাজনৈতিক মিছিলে ভয়াবহ দুর্ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশ। জানা যাচ্ছে, এই সভাস্থলে ১০ হাজার মানুষ আসতে পারেন বলে অনুমান করেছিল কর্তৃপক্ষ। তবে বাস্তবে দেখা যায়, সেখানে ২৭ হাজারের বেশি মানুষ ভিড় জমিয়েছেন। প্রচণ্ড গরমের মধ্যে বিজয়ের অপেক্ষায় সকাল থেকে এত মানুষ হাজির হলেও, বিজয় এসে পৌঁছন সন্ধ্যা ৭টায়। দীর্ঘক্ষণ সাধারণ মানুষ ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত অবস্থায় থাকলেও কোনওরকম ব্যবস্থা করা হয়নি কর্তৃপক্ষের তরফে। এই অবস্থায় বিজয় সেখানে প্রবেশ করার পর ভাষণ দিতে শুরু করলে সামনের দিকে এগিয়ে আসতে থাকে জনতা। মুহূর্তে পরিস্থিতি গুরুতর আকার নেয়। ভিড়ের চাপে অজ্ঞান হয়ে পড়েন বহু মানুষ। এই ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪১ জনের, আহত হন আরও শতাধিক।
এই ঘটনায় বিজয়ের দিকেই দায় ঠেলার চেষ্টা করছে ডিএমকে। ইতিমধ্যেই একাধিক টিভিকে নেতা গ্রেপ্তার হয়েছেন। অন্যান্য রাজ্যে কোনও দুর্ঘটনা ঘটলে যেভাবে বিজেপি ফ্যাক্ট ফাইন্ডিং দল পাঠায় তামিলনাড়ুর এই পদপিষ্ট হওয়ার ঘটনাতেও একইভাবে তথ্য অনুসন্ধানকারী দল পাঠিয়েছে গেরুয়া শিবির। হেমা মালিনীর নেতৃত্বাধীন সেই দলে রয়েছেন ৮ সাংসদ। ঘটনাস্থল ঘুরে দাঁড়ানোর পর হেমা মালিনীর দাবি, গোটা ঘটনায় কিছু একটা গোলমালের ব্যাপার আছে। বিজেপি সাংসদ বলছেন, “আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। ভুক্তভোগীদের কথা শুনেছি। মনে হচ্ছে কোথাও একটা গোলমাল আছেই। এর পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া উচিত।”
গোলমাল দেখছেন অভিনেতা বিজয় নিজেও। তাঁর নিশানায় মুখ্যমন্ত্রী স্ট্যালিন। বিজয় বলছেন, “জানি মুখ্যমন্ত্রী আমার উপর খাপ্পা। আমার বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি করতে চাইছেন। সেটা করতে চাইলে সোজা আমার কাছে আসুন। নিরীহ নাগরিকদের উপর হাত দেবেন না।”