সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জশপ্রীত বুমরাহকে নিয়ে ‘কাহানি মে টুইস্ট’। এতদিন চর্চায় ছিল যে, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য ওভালে খেলেননি বুমরাহ। কিন্তু এবার প্রকাশ্যে এল অন্য তথ্য। ওয়ার্কলোডের জন্য নয়, তবে কেন ওভালে খেললেন না তারকা পেসার?
বুমরাহ যে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে তিনটি টেস্টেই খেলবেন, তা আগেই ঠিক ছিল। কিন্তু কোন টেস্টগুলি খেলবেন তা আগে জানানো হয়নি। লিডস, লর্ডস ও ম্যাঞ্চেস্টারে খেলেছেন বুমরাহ। সেই হিসেব মতোই ওভালে তাঁকে নামানো হয়নি। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছিল, ‘জশপ্রীত বুমরাহকে পঞ্চম টেস্টের স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হয়েছে। লন্ডনের ওভালে পঞ্চম তথা শেষ টেস্ট চলছে।’
তবে কেন তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল, তা বোর্ডের তরফ থেকে জানানো হয়নি। বর্তমানে বোর্ডের এক সূত্র জানিয়েছেন, “দুর্ভাগ্যজনকভাবে বুমরাহ হাঁটুর চোটে ভুগছে। তবে ভালো খবর যে, চোটটা মারাত্মক কিছু নয় এবং অস্ত্রোপচারের দরকার পড়বে না। বিসিসিআইয়ের চিকিৎসক দল আপাতত স্ক্যানের রিপোর্টের অপেক্ষা করছে।”
ম্যাঞ্চেস্টারে তৃতীয় দিনের শেষে যখন বুমরাহ ড্রেসিংরুমে ফিরছেন, তখন যেন একেবারে ক্লান্ত-বিধ্বস্ত। সবচেয়ে দুশ্চিন্তার যেটা, সেটা হল সিঁড়ি দিয়ে উঠতে পর্যন্ত পারছেন না। কোনও রকমে খোঁড়াতে খোঁড়াতে ড্রেসিংরুমে যান তিনি। মনে হচ্ছিল, পা ফেলতে পর্যন্ত কষ্ট হচ্ছে তাঁর। সম্ভবত ওই সময়ই বুমরাহ চোট পান। তবে নড়েচড়ে বসেছে বিসিসিআইও। বুমরাহকে সেই টেস্ট সিরিজেই রাখা হবে, যেখানে তিনি পুরো সিরিজ খেলতে পারবেন। এটাও বলা হয়েছে, প্রত্যেকটা দল নির্বাচনের আগে মেডিক্যাল টিমকে বুমরাহর ফিটনেস রিপোর্ট বোর্ডের কাছে জমা করতে হবে।