কালো বিড়াল ভয়ে মরে, চিল তাকে পাছে ধরে! কিউয়িদের কাছে বাবরদের হারের ম্যাচে আজব দৃশ্য

কালো বিড়াল ভয়ে মরে, চিল তাকে পাছে ধরে! কিউয়িদের কাছে বাবরদের হারের ম্যাচে আজব দৃশ্য

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঠের মধ্যে ঘুরে বেড়াচ্ছে কালো বিড়াল। আচমকা তাকে ধাওয়া করে একটি চিল। প্রাণ বাঁচাতে লেজ গুটিয়ে ছুট লাগাল বিড়াল। না, ন্যাশনাল জিওগ্রাফিক বা অ্যানিম্যাল প্ল্যানেটের কোনও ভিডিও নয়। বরং এই দৃশ্য দেখা গেল পাকিস্তানের করাচি স্টেডিয়ামে। তাও সেটা পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ চলাকালীন।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকভূমে আয়োজিত হয়েছিল ত্রিদেশীয় টুর্নামেন্ট। যেখানে ছিল পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ফাইনালে রিজওয়ানদের মুখোমুখি হয়েছিলেন কেন উইলিয়ামসনরা। অবশ্য শেষ হাসি হাসে নিউজিল্যান্ড। ২৪৩ রানের লক্ষ্য তাড়া করে ৫ উইকেটে ম্যাচ জেতে তারা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যা পাক শিবিরের জন্য ধাক্কা। কোহলির রেকর্ড ভেঙে এক দিনের ক্রিকেটে যুগ্মভাবে দ্রুততম ৬০০০ রানের নজির গড়লেও এদিন বড় রান পাননি বাবর আজম।

তবে ম্যাচের ফলাফলের সঙ্গে চর্চায় মাঠে কালো বিড়াল ঢুকে পড়ার ঘটনা। তাও একবার নয়, দুবার। প্রথমবার ঢুকে পড়ল পাকিস্তানের ব্যাট করার সময়। আর সেই সময় সেটিকে ধাওয়া করে একটি চিল। সবুজ গালিচায় ছুটে বেড়াচ্ছে কালো বিড়াল। আর পিছনে ধাবমান চিল। শেষ পর্যন্ত বিড়ালটিকে মাঠের বাইরে পাঠিয়ে ‘শান্ত’ হয় চিলটি।

দ্বিতীয় ঘটনা ঘটল নিউজিল্যান্ডের ব্যাটের সময়। ডেভন কনওয়ে ও ড্যারিল মিচেল মিলে কিউয়িদের জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। নিউজিল্যান্ডের রান তখন ২ উইকেট হারিয়ে ১০৭। সেই সময় ফের মাঠে ঢুকে পড়ে কালো বিড়ালটি। এবার অবশ্য সে নিজেই বেরিয়ে যায়। শাহিন আফ্রিদি কিছুটা ধাওয়া করলেও যেন পাত্তাই দেয়নি সে।

এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই মজাদার মন্তব্য করছেন নেটিজেনরা। কেউ কালো বিড়ালকেই দোষ দিচ্ছেন ম্যাচ হারার জন্য। কেউ-বা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানের জন্য ‘অশুভ লক্ষণ’ বলে মনে করছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *