সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডার্বি এবং বেহালা এসএসের বিপক্ষে পরপর জিতে এবারের কলকাতা লিগে ছন্দ ফিরে পেয়েছিল ইস্টবেঙ্গল। তবে পুলিশ এসি’র ব্যারিকেডে আটক হয়ে পরাজিত হয়েছিল লাল-হলুদ ব্রিগেড। তাই চ্যাম্পিয়নশিপ রাউন্ডে যাওয়ার লড়াইয়ে থাকতে গেলে শুক্রবার কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে জিততেই হত রিজার্ভ দলের কোচ বিনো জর্জের ছেলেদের। অবশেষে সেই লক্ষ্যে সফল মশাল ব্রিগেড। এদিন নৈহাটি স্টেডিয়ামে কালীঘাটকে ১-০ গোলে হারিয়ে জয়ের সরণিতে ফিরল ইস্টবেঙ্গল। একই সঙ্গে পয়েন্ট টেবিলেও এক ধাপ উপরে উঠে এল তারা।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]