কান ঘেঁষে চলে গেল ড্রোন! ভরা সভায় কপালজোরে রক্ষা তেজস্বীর, দেখুন ভিডিও

কান ঘেঁষে চলে গেল ড্রোন! ভরা সভায় কপালজোরে রক্ষা তেজস্বীর, দেখুন ভিডিও

রাজ্য/STATE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জনসভা চলাকালীন কপাল জোরে রক্ষা পেলেন আরজেডির চেয়ারম্যান তেজস্বী যাদব। ভিডিও রেকর্ড করার সময় সরাসরি পোডিয়ামে ধাক্কা খেল ড্রোন। শেষ মুহূর্তে কোনওমতে নিজেকে বাঁচিয়ে নিলেন লালুপুত্র। অন্যথায়, ড্রোনের আঘাতে রক্তাক্ত হওয়ার সম্ভাবনা ছিল তাঁর।

জানা গিয়েছে, ওয়াকফের সমর্থনে রবিবার পাটনার গান্ধী ময়দানে এক জনসভায় উপস্থিত হয়েছিলেন তেজস্বী যাদব। এই সভা থেকে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে ঝাঁজালো আক্রমণ শানাচ্ছিলেন তিনি। সভা উপলক্ষে বিপুল জনসমাগম হয়েছিল গান্ধী ময়দানে। ড্রোনের মাধ্যমে চলছিল নজরদারি। সেই সময় হঠাৎ স্টেজের সামনে চলে আসে একটি সাদা ড্রোন। সেই সময় ভাষণ দিচ্ছিলেন তেজস্বী। কেউ কিছু বুঝে ওঠার আগেই ড্রোনটি আছড়ে পড়ে পোডিয়ামের সামনে। এই অবস্থায় কোনওমতে নিজেকে সামলে নেন তেজস্বী। কিছুক্ষণের জন্য ভাষণ থামান তিনি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ফের নিজের ভাষণ শুরু করেন তিনি। কীভাবে ড্রোনটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পোডিয়ামের সামনে চলে এল তা খতিয়ে দেখা হচ্ছে। অনুমান করা হচ্ছে, ড্রোন পরিচালকের ভুলেই এই কাণ্ড।

উল্লেখ্য, চলতি মাসেই বড়সড় দুর্ঘটনার হাত থেকে কপাল জোরে রক্ষা পেয়েছিলেন তেজস্বী যাদব। গত ৬ জুন তেজস্বীর কনভয়ে ধাক্কা মারে একটি ট্রাক। ঘটনার জেরে আহত হন বিহার পুলিশের তিন জওয়ান। তেজস্বী রক্ষা পেলেও এই ঘটনায় জেডিইউ-এর দিকে অভিযোগের আঙুল তোলে আরজেডি। দাবি করা হয় এটা নিছক দুর্ঘটনা নয়। তাঁকে হত্যার ষড়যন্ত্র হয়েছিল। যদিও পালটা বিজেপি ও জেডিইউ জানায়, আরজেডি নেতা ষড়যন্ত্রের কথা বলে মানুষের মন ভেজাতে চাইছেন। দুর্ঘটনাকে ষড়যন্ত্র বলে অভিযোগ করে ভোটের বাজার গরম করতে চাইছেন। সেই ঘটনার পর এবার তেজস্বীর সভায় ড্রোন বিপত্তিতে নতুন করে উত্তেজনা ছড়াল বিহার রাজনীতিতে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *