সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়ির সামনেই এক সিআরপিএফ জওয়ানকে গুলি করে খুনের অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। গত সোমবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হরিয়ানার সোনিপাতে। জানা গিয়েছে, খুনের একদিন আগেই তিনি একদল কানওয়ার যাত্রীর সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন। তার জেরেই কি খুন হতে হল তাঁকে? এই প্রশ্নটিই এখন উঠতে শুরু করেছে। ঘটনায় ইতিমধ্যেই দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, নিহত ওই জওয়ানের নাম কৃষাণ কুমার (৩০)। তিনি ছত্তিশগড়ে কর্মরত ছিলেন। তবে সম্প্রতি তিনি সোনিপাতে তাঁর গ্রামের বাড়িতে ফিরেছিলেন। সেখানেই একদল কানওয়ার যাত্রীর সঙ্গে তিনি বিবাদে জড়িয়ে পড়েন। অভিযোগ, সেই ঘটনার পরদিনই অর্থাৎ সোমবার বাড়ির সামনেই তাঁকে গুলি করে খুন করে দুই যুবক। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই দু’জনকে গ্রেপ্তার করেছে। ধৃতরা হলেন সাগর এবং প্রবীণ ওরফে মেন্ধক। পুলিশের দাবি, এই ঘটনায় মূল অভিযুক্ত হলেন নিশান্ত এবং অজয় নামে দুই যুবক। সাগর এবং প্রবীণের সাহায্য়ে তাঁরা কৃষাণকে খুন করেন। তবে বর্তমানে তাঁরা পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
সম্প্রতি উত্তরপ্রদেশের মির্জাপুর স্টেশনে কানওয়াড় যাত্রীদের হাতে নিগৃহীত হন এক সিআরপিএফ জওয়ান। ঘটনার ভিডিও ভাইরাল হয় সমাজমাধ্যমে। যেখানে দেখা যায়, কানওয়ার যাত্রীদের সঙ্গে কোনও বিষয়ে কথা কাটাকাটির পর ওই জওয়ানকে লাথি-ঘুষি মারছেন কানওয়ারিরা। মারের চোটে মাটিতে পড়ে যান জওয়ান। ওই অবস্থাতেই চলতে থাকে মারধর। এই ঘটনায় তৎপর হয় আরপিএফ। বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়। এহেন ন্যাক্কারজনক ঘটনার ভিডিও সামনে আসতেই বিতর্ক চরম আকার নেয়।