কাটোয়ার পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণে মৃত ১, ভাঙল মাটির বাড়িও

কাটোয়ার পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণে মৃত ১, ভাঙল মাটির বাড়িও

স্বাস্থ্য/HEALTH
Spread the love


ধীমান রায়, কাটোয়া: সন্ধ্যা গড়িয়ে রাত নামতেই কাটোয়ার গ্রামে ভয়াবহ বিস্ফোরণ। রাজোয়া গ্রামের উত্তরপাড়ার এক পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণে মৃত্যু হল একজনের। জখম আরও ১। বিস্ফোরণের তীব্রতায় মাটির বাড়িটি ভেঙে গিয়েছে। সেই ধ্বংসস্তূপে আরও কেউ চাপা পড়েছেন কিনা, ঘটনাস্থলে গিয়ে তা খতিয়ে দেখছে পুলিশ। এই মুহূর্তে এলাকা ফাঁকা করে চলছে তল্লাশি। রাতের গ্রামে আতঙ্কের পরিবেশ।

জানা গিয়েছে, রাজোয়ার গ্রামের উত্তরপাড়ার একটি পরিত্যক্ত মাটির বাড়ি থেকে শুক্রবার রাত ৯টা ১৫ নাগাদ আচমকা তীব্র শব্দ কানে আসে প্রতিবেশীদের। বাইরে বেরিয়ে তাঁরা দেখেন, আগুনের ঝলকানি এবং মাটির বাড়িটি ভেঙে পড়েছে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা বুঝতে পারেন, বাড়িতে বিস্ফোরণের মতো কোনও ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় থানায়। পুলিশ এত বড় বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। ভেঙে পড়া বাড়ি থেকে প্রথমে জখম অবস্থায় উদ্ধার করা হয় একজনকে। তড়িঘড়ি তাঁকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয় চিকিৎসার জন্য। এরপর ধ্বংসস্তূপ থেকে একজনের মৃতদেহ পাওয়া যায়। 

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, বাড়িতে বোমা বিস্ফোরণের জেরে  এত বড় দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, পরিত্যক্ত বাড়িতে বোমা বাঁধা হচ্ছিল। বীরভূম থেকে তিন-চারজন এসে এই দুষ্কর্ম করছিল। সেই সময়েই বিস্ফোরণ ঘটেছে। আরও জানা গিয়েছে, ওই বাড়িটি মন্টু শেখ নামে একজনের। তাঁর মৃত্যুর পর ছেলেরা বাড়িটিকে এভাবে ফেলে রেখে চলে গিয়েছেন অন্যত্র। তাই তা পরিত্যক্ত এবং দিনদিন দুষ্কৃতীদের আখড়া হয়ে উঠেছে। আর শুক্রবার রাতে সেখানেই ঘটে গেল এক বড় দুর্ঘটনা। ভেঙে পড়া বাড়ির ধ্বংসস্তূপে আরও কেউ আটকে রয়েছেন কি না, তার জন্য রাতেও তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *