‘কাউকে খুশি করতে আসিনি’, হ্যান্ডশেক বিতর্কে ইংল্যান্ডকে তুলোধোনা গম্ভীরের

‘কাউকে খুশি করতে আসিনি’, হ্যান্ডশেক বিতর্কে ইংল্যান্ডকে তুলোধোনা গম্ভীরের

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ম্যাঞ্চেস্টার টেস্টে দুরন্ত ব্যাটিংয়ের পরিচয় দিয়েছেন টিম ইন্ডিয়ার চার স্তম্ভ। রাহুল, গিল, জাদেজা, সুন্দরের ধৈর্যশীল ব্যাটিংয়ে ম্যাচ বাঁচিয়েছে টিম ইন্ডিয়া। যদিও এর বাইরে এখন রীতিমতো ট্রেন্ডিং হ্যান্ডশেক বিতর্ক। যা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন টিম ইন্ডিয়ার হেডকোচ গৌতম গম্ভীরও। ভারতীয় দল যে কাউকে খুশি করতে ইংল্যান্ডে যায়নি, সে কথা মনে করিয়ে দিয়েছেন গৌতি। 

গম্ভীর বলেন, “দুই ক্রিকেটার ৯০ আর ৮৫ রানে ব্যাটিং করছিল। ওদের কি সেঞ্চুরি প্রাপ্য নয়? এমন যদি ইংল্যান্ড ক্রিকেটারদের সঙ্গে ঘটত, তাহলে কী করত ওরা? ওরা কি তখন ড্র মেনে নিত? উত্তর হল, কখনওই না। আমাদের ছেলেরা অনেক ঝড়ঝাপটা সামলেছে। তাই সেঞ্চুরি প্রাপ্য ছিল ওদের। এখানে তো আমরা কাউকে খুশি করতে আসিনি।”

রবীন্দ্র জাদেজা তখন ৮৭ রানে অপরাজিত। ৮০-তে ওয়াশিংটন সুন্দর। ভারত তখন ৭৫ রানে এগিয়ে। সেই সময় ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস পারস্পরিক সম্মতিতে খেলা বন্ধ করতে চান। তখনও ১৫ ওভার খেলা বাকি। স্টোকস বুঝে গিয়েছিলেন, ম্যাঞ্চেস্টার টেস্টের ভবিতব্য ড্র। সেই কারণেই তিনি জাদেজা এবং ওয়াশিংটনের কাছে এগিয়ে যান ড্রয়ের প্রস্তাব নিয়ে। করতে যান হ্যান্ডশেক। কিন্তু সেই প্রস্তাব খারিজ করেন দুই ভারতীয় ব্যাটার।

এই পরিস্থিতিতে জাদেজা, সুন্দরের পাশে দাঁড়িয়ে ইংল্যান্ডকে তুলোধোনা করলেন গম্ভীর। কেবল তিনি নন, সতীর্থদের পাশে দাঁড়িয়েছেন অধিনায়ক শুভমান গিলও। এই বিষয়ে ম্যাচের পর টিম ইন্ডিয়ার অধিনায়ক শুভমান গিলকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “ওরা দুরন্ত ব্যাটিং করেছে। দু’জনেই সেঞ্চুরির কাছাকাছি ছিল। সিদ্ধান্তটা ওদেরই ছিল। যেভাবে ব্যাট করেছে, তাতে এই সেঞ্চুরি ওদের প্রাপ্য।”

উল্লেখ্য, ৩১১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ১৪৩ ওভারে ৪ উইকেটে ৪২৫ রান করে ভারত। গিল (১০৩), কেএল রাহুল (৯০), জাদেজা (অপরাজিত ১০৭) এবং ওয়াশিংটন (অপরাজিত ১০১) বুক চিতিয়ে লড়াই করেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *