কমিশনার বদলের পরই নৈহাটির তৃণমূল কর্মী খুনে প্রথম গ্রেপ্তারি, জালে অক্ষয় গণ

কমিশনার বদলের পরই নৈহাটির তৃণমূল কর্মী খুনে প্রথম গ্রেপ্তারি, জালে অক্ষয় গণ

স্বাস্থ্য/HEALTH
Spread the love


অর্ণব দাস: বারাকপুরের কমিশনার বদলের পরই নৈহাটির তৃণমূল কর্মী খুনে গ্রেপ্তার একজন। ধৃতের নাম অক্ষয় গণ। আরও চারজনকে আটক করা হয়েছে। তাঁদের জেরা করলে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য মিলবে বলে আশাবাদী পুলিশ।

গত শুক্রবার বিকেলে নৈহাটির গৌরীপুরের টোটো করে যাওয়ার সময় দুষ্কৃতীদের বলি হন তৃণমূল কর্মী সন্তোষ যাদব। তাঁকে থেঁতলানোর পর গুলিতে ঝাঁজরা করে দেয় দুষ্কৃতীরা। এই ঘটনার সঙ্গে সঙ্গে তদন্তে নামে বারাকপুর পুলিশ কমিশনারেট। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে একাধিক চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেন পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া। তিনি জানান, অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয় সন্তোষ যাদবকে। স্থানীয় বিধায়ক গুলির তথ্য তুলে ধরলেও পুলিশ কমিশনার দাবি করেন, গুলিচালনার ঘটনা ঘটেনি। থেঁতলেই খুন করা হয়েছে। আর এখানেই ঘটনা নিয়ে উঠে আসে দ্বিমুখী তথ্য। সংশয়ে পড়েন তদন্তকারীরা।

এর ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই বারাকপুরের পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে অলোক রাজোরিয়াকে পাঠানো হয় ট্রাফিক বিভাগের ডিআইজি পদে। তাঁর বদলে বারাকপুরের আইশৃঙ্খলার ভার তুলে দেওয়া হয় অজয় কুমার ঠাকুরকে। তিনি ছিলেন কারা বিভাগের ডিআইজি। দ্রুতই তাঁকে বারাকপুর পুলিশ কমিশনারেটের ভার নেওয়ার নির্দেশ দেয় রাজ্য পুলিশ। অজয় ঠাকুর দায়িত্ব নেওয়ার কিছুক্ষণ পরও অক্ষয় গণের গ্রেপ্তারির খবর মিলেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *